CultureBreaking News

রামানুজ বিদ্যামন্দিরে প্রতিষ্ঠা দিবস পালিত
Foundation Day celebrated at Ramanuj Vidyamandir

১৪ নভেম্বর : এক বর্ণময় অনুষ্ঠানে শিলচরের রামানুজ বিদ্যামন্দিরের ১৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বুধবার শিলচর রাজীব ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ চন্দ্রশেখর দাস।

Rananuj

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকাল প্রতিযোগিতার ক্ষেত্র বেড়েছে। তবে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে পড়াশোনার মান বেড়েছে। তিনি বলেন, এদের সবার সহযোগিতায় রামানুজ বিদ্যামন্দির শিক্ষাজগতে বিশেষ স্থান অধিকার করতে পেরেছে।

শিলচর শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাহুল গুপ্ত তাঁর প্রয়াত ছেলের স্মৃতিতে রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের সূচনা করেছিলেন। প্রথমে রামানুজ গুপ্ত মেমোরিয়াল জুনিয়র সায়েন্স কলেজের যাত্রা শুরু হয়। পরবর্তীতে কলা ও বাণিজ্য শাখাও শুরু হয়। পাশাপাশি খুদে পড়ুয়াদের জন্য রামানুজ বিদ্যামন্দির এই ট্রাস্টের অধীনে নবতম সংযোজন।

এ দিন ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত বলেন, দাদা রামানুজের স্মৃতিতে তাঁর বাবা প্রয়াত রাহুল গুপ্ত বরাক উপত্যকার শিক্ষা জগতে যে বিপ্লব শুরু করেছিলেন, সেটিকে এখন এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান কাজ। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় নিশ্চয়ই কলেজ ও স্কুলের পড়াশোনার মান ধরে রাখতে পারবেন। বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দীপ্তিমান বিশ্বাস সহ অন্য অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ দিকে রামানুজ বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা যায়।

সকাল থেকে রাত পর্যন্ত চলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা অংশগ্রহণ করে। এর আগে এ দিন সকালে স্কুল চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর অনুষ্ঠানের সূচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker