India & World UpdatesCultureBreaking News
‘রাণী রাসমণি’ই এখন সেরা
৮ অক্টোবর: ফের শীর্ষে জি বাংলার সাড়ে তিন বছর ধরে চলতে থাকা জীবনী ‘রাণী রাসমণি’৷
নাটকীয় সংলাপ মেগার দর্শককে বরাবর টেলিভিশনের সামনে এনে হাজির করেছে। মেগার সমস্ত চরিত্রের সংলাপ এমন নাটকীয়তায় মুড়ে দিয়েছেন তাঁরা যে দর্শক পর্দার সামনে বসে থাকতে বাধ্য। ধারাবাহিকের লেখক শাশ্বতী রায়ের বক্তব্য, ‘‘ইতিহাসের গল্প, রামকৃষ্ণের লীলা আর রাসমণির জীবন যে আমরা তুলে ধরতে পারছি, এটাই সবচেয়ে ভাল লাগার। ব্যক্তিজীবন আর ইতিহাস, দুটো সমানুপাতে মিশেছে বলেই ‘রাণী রাসমণি’ এই জায়গায়।’’
সাংসারিক টানাপড়েন, বিধবা বিবাহের মতো ঐতিহাসিক ঘটনা, শ্রীরামকৃষ্ণ, মা ভবতারিণী, তৎকালীন ধর্ম আর গোঁড়ামি, ইংরেজদের বিরুদ্ধে রানিমার জেহাদ— যে যে উপাদানে একটি মেগা ‘আকর্ষণীয়’ হয়ে ওঠে তার সব ক’টিই ‘রাণী রাসমণি’-তে আছে।