Barak Updates
রাধেশ্যামই এআইইউডিএফ-র প্রার্থী ! এনআরসি ইস্যু তুলে ভোট প্রচারে নামবে দল
১৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেসের প্রার্থী করা নিয়ে গত কিছুদিন ধরে নানা জল্পনা রাজনীতির পরিবেশ গরম করেছে। কংগ্রেসের ভেতরেই এ নিয়ে দুই লবি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কংগ্রেস স্বরূপ দাসকে প্রার্থী করায় সেই বিতর্কে আপাতত ইতি পড়েছে। এ বার রাধেশ্যাম তাঁর দলের হয়েই ভোটে লড়ছেন। ফলে এআইইউডিএফ-র ক্ষেত্রেও প্রার্থী চয়নে আর ঝামেলা রইল না।
করিমগঞ্জের বর্তমান সাংসদ রাধেশ্যাম বিশ্বাস যাবতীয় জল্পনা ও বিতর্ককে উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, করিমগঞ্জ সংরক্ষিত লোকসভা আসনে রাধেশ্যাম বিশ্বাসই এআইইউডিএফ-র প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, এনআরসি ইস্যুই হবে এ বার নির্বাচনে এআইইউডিএফ-র প্রধান হাতিয়ার। তবে দলের কোর কমিটি ও হাইকমান্ডের ওপর যাবতীয় সব বিষয় নির্ভর করছে বলে তিনি জানান।
আসন্ন লোকসভা নির্বাচনের পরিণামে সাংসদ বলেন, ভাওতাবাজি ও মিথ্যাচারের জন্য এ বার জনগণ সরকার পাল্টাতে তৈরি। নিজের সম্পর্কে আরও কিছু উল্লেখ করে তিনি বলেন, তাঁকে কংগ্রেসের টিকিট দিয়ে ভোটে দাঁড় করানোর বিষয়ে গত কয়েকদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর ছাপা হয়েছে, তা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন ছিল। তাঁর এবং দলের ভাবমূর্তিকে হেয় করার জন্যই এমন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ দিন আরও বলেন, এনআরসি ইস্যু নিয়ে তাঁর দল অনেক বেশি সচেতন ছিল। তিনি দাবি করেন এআইইউডিএফ মাঠে না নামলে লক্ষ লক্ষ ভারতীয় মহিলা নাগরিকত্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়তেন। আর এই নির্বাচনে দলের প্রচারে এই ইস্যুকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে।