Barak UpdatesBreaking News

রাধারমণ আশ্রম পরিচালন কমিটি পুনর্গঠিত

১০ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলার বারইগ্রামের শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের পরিচালন কমিটি পুনর্গঠন করা হয়েছে৷ ৫ বছরের জন্য গঠিত নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিলচরের সুনীল পাল৷ সাধারণ সম্পাদক পদে করিমগঞ্জের তরুণ চৌধুরীকেই ফের দায়িত্ব দেওয়া হয়৷ কোষাধ্যক্ষও না বদলানোর পক্ষেই সায় দেন সবাই৷ ফলে ওই পদে করিমগঞ্জের কৌশিকরঞ্জন দে-ই রয়ে গেলেন৷

Rananuj

সোমবার সকাল ১১টায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ পৌরোহিত্য করেন ড. কমলেশ দে৷ শুরুতেই সাধারণ সম্পাদক তরুণ চৌধুরী বিগত দিনের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন l একইসঙ্গে চলতি উন্নয়নমূলক কাজ ও আগামী দিনের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন৷ কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন l সর্বসম্মতি ক্রমে তা গ্রহণ করা হয় l পরে কমিটি পুনর্গঠন করা হয়৷

সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ছাড়াও কমিটিতে সহ সভাপতি চারজন৷ বাদল পাল (বারইগ্রাম ), গোবিন্দ লাল চ্যাটার্জি (হাইলাকান্দি ), নিহার রঞ্জন দেব (মাইবং ), ডা: দুর্বাদল দাস (করিমগঞ্জ )l সহ সম্পাদক পদে সুভাষ দাস (করিমগঞ্জ), সত্য রায় (হাইলাকান্দি ), বিশ্বজিত রায় (বারইগ্রাম ) ও আইনজীবি হিমাদ্রি দাস (করিমগঞ্জ ) মনোনীত হয়েছেন৷ প্রচার সম্পাদক অরূপ রায় (করিমগঞ্জ) ও নান্টু পাল (শিলচর )৷ ইন্টারনাল অডিটর স্টেট ব্যাঙ্কের করিমগঞ্জ বাজার শাখার ম্যানেজার সিদ্বার্থ দাস l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker