Barak UpdatesBreaking News
রাধামাধব কলেজের বাংলা বিভাগের স্পষ্টিকরণ
২৭ সেপ্টেম্বর প্রকাশিত রাধামাধব কলেজের সংবাাদের প্রেক্ষিতে তাদের বাংলা বিভাগের পক্ষ থেকে এক স্পষ্টিকরণ দেওয়া হয়েছে। সেটি হুবহু তুলে দেওয়া হল।
‘সংবাদে উল্লেখ করা হয়েছে বাংলা বিভাগে ভালো ফল এলেও এবারে একটিও অনার্স নেই। এখানে উল্লেখ্য যে বাংলা বিভাগ সুদীর্ঘ অনেক বছর ধরে কয়েকটি ব্যতিক্রমকে বাদ দিলে বাংলা অনার্সে প্রথম এমনকি যুগ্ম প্রথমও এসেছে । সে জন্য বাংলা বিভাগের কর্তৃপক্ষেের অবদান নিশ্চয়ই কম নয়।
বাংলা বিভাগেে এ বছর সিবিসিএস কোর্সে অনার্স না নেবার কারণ হল যে এবার যারা বাংলা অনার্সের জন্য আবেদন করেছিলেন তারা মৌখিক কাউন্সেলিং-এ যোগ্য বলে বিবেচিত হয়নি। কেননা এবারের কোর্স সম্পর্কে ছাত্ররা তো বটে শিক্ষকদের কাছেও বহুদিন কোনও স্পষ্ট প্যাটার্ন ছিল না। তার উপরে ছিল বিশ্ববিদ্যালয়ের ঘন ঘন মত পরিবর্তন । বলতে কি এই সেদিন পর্যন্ত এর পরিবর্তন পরিমার্জন হয়েছে এবং তার সংবাদটুকু বিভাগীয় প্রধানের কাছে পৌছানো হয়নি।
এবারের সিবিসিএসেের অনার্সের ব্যাপারেে একটি বড় দিক হল, যদি কোনও ছাত্র বাংলা কিংবা অন্য বিষয়ে অনার্স নেন তবে কোনও অবস্থাতেই প্রয়োজনে তারা ছাড়তে পারবেন না। এক্ষেত্রে হয় তাকে পড়া ছেড়ে দিতে হবে নয়তো নতুন করে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে আর নয়তো খারাপ ফল করে অবসাদে ভুগতে হবে। এ ছাড়াও কলেজের পরিকাঠামগত বহু সমস্যা থাকায় এবারে মধ্যম মেধার ছাত্রদের অনার্স দেওয়া হয়নি। অতএব এখানে চাঞ্চল্যকর কোনও গুপ্ত তথ্য নেই। বিভাগের কর্তৃপক্ষরা সম্পূর্ণ স্বাধীনভাবে মেধার বিচারে অনার্স দেওয়া, না দেওয়ার সিদ্ধান্ত নেন। রাধামাধব কলেজের এতদিন ভালো ফল করে আসা বাংলার ছাত্রদের যারা উৎসাহিত করেছেন সেখানে নিশ্চয়ই অকারণে বাংলা অনার্স দিতে না চাওয়ায় কোনো অপরাধ মূলক অভিসন্ধি কিংবা গাফিলতির প্রসঙ্গ আসে না।’
ওয়েটুবরাকের জবাবঃ সংবাদে এক বিন্দুও মনগড়া কথা নেই। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান যা বলেছেন, তা-ই তুলে ধরা হয়েছে। আর এ বার স্নাতক পরীক্ষায় বাংলায় প্রথম স্থান রাধামাধব কলেজের পড়ুয়া পেয়েছে, এ যেমন সত্যি, তেমনি একজনও অনার্স নেয়নি , এও সত্য বলে স্পষ্টীকরণেই উল্লেখ করা হয়েছে।