Barak UpdatesBreaking News
রাত ১২টা পর্যন্ত কার্ফু শিথিল হাইলাকান্দিতে, থাকবে নৈশ কার্ফু
১৪ মে : ক্রমশ ছন্দে ফিরছে হাইলাকান্দি। পরিস্থতির কিছুটা উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল থেকে দিনের কার্ফু তুলে নেওয়া হয়েছে। তবে রাতে আগামী ১০ দিন কার্ফু বলবত থাকবে। হাইলাকান্দি জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে জেলায়। তবে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফু বলবত থাকবে। আগামী ১০ দিন এই নির্দেশ কার্যকর থাকবে। এ দিকে, দিনের কার্ফু শিথিল হতেই মঙ্গলবার থেকে বরাকে ইন্টারনেট পরিষেবাও ফের চালু হয়েছে।
অন্যদিকে জেলাশাসক কীর্তি জলি সোমবার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রবীণ নাগরিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি কড়া ভাষায় বলেন, জেলার কোথাও কেউ নতুন করে হিংসা ছড়ালে তা কড়া হাতে দমন করা হবে। তিনি জানান, প্রশাসন যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, জেলার কিছু দুষ্কৃতী গুজব ছড়িয়ে সমাজে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করে। বৈঠকে পুলিশ সুপার মহনীশ মিশ্র বলেন, শুক্রবারের ঘটনা নিয়ে একটি মহল সাম্প্রদায়িক রঙ চড়ানোর চেষ্টা করে। তবে দুষ্কৃতীর কোনও জাত-ধর্ম হয় না। তাই জড়িতদের দুষ্কৃতী হিসেবেই গণ্য করা হবে। পুলিশ সুপার এও বলেছেন, ইন্টারনেট পরিষেবার চালু হলেও এসবে সতর্ক দৃষ্টি রাখা হবে। কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।