India & World UpdatesBreaking News
রাত পোহালেই নতুন মন্ত্রিসভার শপথ, যাচ্ছেন সোনিয়া-রাহুল
২৯ মেঃ বৃহস্পতিবার দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। দেশ-বিদেশের অতিথিদের অনেকে এরই মধ্যে দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। বাকিরা সকালে গিয়ে পৌঁছাবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত বদলে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অবশ্য মমতার পথে হাঁটতে চাননি। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী দুইজনই মোদি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন।
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাইসিনা হিলসে। প্রস্তুতি চলছে বিজেপি-র অন্দরেও। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বুধবার তিন ঘণ্টার দীর্ঘ বৈঠক করলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। এ ছাড়া, এ দিন অরুণ জেটলি বাড়িতেও যান মোদি।
২০১৪ সালের চেয়ে আরও বেশি আসন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অতিথি-অভ্যাগতদের তালিকায় রয়েছেন বহু দেশের রাষ্ট্রপ্রধানরা। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী শিবিরের প্রধানদেরও।