NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যের ৬ লক্ষ দরিদ্র পরিবারের অ্যাকাউন্টে অর্থ দেবে হিমন্ত সরকার
২৪ আগস্ট : ফের রাজ্যের দরিদ্র পরিবারের জন্য বড়সড় ঘোষণা করল সরকার। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার জানিয়েছেন, আসামের ৬ লক্ষ ৩০ হাজার দরিদ্র পরিবারকে রাজ্য সরকার অর্থ সাহায্য করবে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থ হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে অরুণোদয় প্রকল্পের অর্থ ১ হাজার থেকে ৩ হাজার টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী, এ বার এই অর্থের পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার আগেও বলেছিল অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীর সংখ্যা আরও বাড়াতে হবে। সে অনুযায়ী নতুন ৬ লক্ষ ৩০ হাজার হিতাধিকারীকে সন্নিবিষ্ট করা হয়েছে। প্রতি বিধানসভা কেন্দ্র থেকে ৫ হাজার হিতাধিকারীকে এর আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, প্রতি মাসের ১০ তারিখ বিভিন্ন প্রকল্পের অধীনে ২৩০ কোটি টাকা হিতাধিকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই অর্থে ৪২ লক্ষ লোক উপকৃত হচ্ছেন।
এই প্রকল্পের আওতায় আসতে হিতাধিকারীর বার্ষিক আয় বছরে ২ লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। স্বামীহীনা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা ও অবিবাহিত মহিলারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দিব্যাঙ্গ সদস্য থাকা পরিবারও অগ্রাধিকার পাবে।