NE UpdatesAnalyticsBreaking News

রাজ্যের ৪৪,০৯৪টি স্কুলে তিন ধাপে গুণোৎসব, চালু মোবাইল অ্যাপ-পোর্টাল

গুয়াহাটি, ৬ ডিসেম্বর : ফের গুণোৎসব। রাজ্যে স্কুল শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টার অঙ্গ হিসেবে ‘গুণোৎসব ২০২৫’ ৬ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৫ গুণোৎসব রাজ্যের ৩৫টি জেলার ৪৪,০৯৪টি স্কুলে তিন ধাপে পরিচালিত হবে। গুণোৎসবে ৩৯,৬৫,০৮১ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে।

এ উপলক্ষে শুক্রবার গুয়াহাটির আসাম প্রশাসনিক অফিসার্স কলেজে ‘গুণোৎসব মোবাইল অ্যাপ’ এবং ‘গুণোৎসব পোর্টাল’ চালু করেন শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগু। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এতে বহিরাগত মূল্যায়নকারীদের ইউনিফর্ম মূল্যায়ন সহ সমস্ত পর্যবেক্ষণ প্রতিবেদনও অন্তর্ভুক্ত থাকবে। পোর্টালটি গুণোৎসবের আগের বছরের পর্যবেক্ষণ প্রতিবেদনও সরবরাহ করবে।

এই ডিজিটাল প্রক্রিয়া শিক্ষার গুণমান মূল্যায়ন কর্মসূচি, গুণোৎসবের দ্রুত ও স্বচ্ছ পরিচালনায় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৯,৬৫,০৮১ জন শিক্ষার্থী গুণোৎসবের আওতায় আসবে। তিন ধাপে অনুষ্ঠিত হবে গুণোৎসব। গুণোৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম পর্যায়ে ৭ ​​থেকে ৯ জানুয়ারি যথাক্রমে বরপেটা, বজালি, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচর এবং ওদালগুড়ি সহ ১১টি জেলায় অনুষ্ঠিত হবে। স্ব-মূল্যায়ন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

গুণোৎসবের দ্বিতীয় পর্যায় ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ১৪টি জেলায় অনুষ্ঠিত হবে। জেলাগুলি হল যথাক্রমে বাক্সা, চিরাং, চরাইদেও, ধেমাজি, ধুবড়ি, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, যোরহাট, কামরূপ মেট্রোপলিটন, শোনিতপুর, তামুলপুর, তিনসুকিয়া এবং পশ্চিম কার্বি আংলং। স্ব-মূল্যায়ন হবে ১৭ জানুয়ারি।

গুণোৎসবের তৃতীয় পর্ব ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি জেলায় অনুষ্ঠিত হবে। এই জেলাগুলি হল যথাক্রমে বঙ্গাইগাও, বিশ্বনাথ, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমা হাসাও এবং মাজুলি। স্ব-মূল্যায়ন হবে ৫ ফেব্রুয়ারি।

শিক্ষামন্ত্রী বলেন, “এবারের গুণোৎসবে ইউনিফর্মের মূল্যায়ন করা হবে। ইউনিফর্ম ভালো মানের এবং ত্বকের উপযোগী হওয়া উচিত। কিছু স্কুল এবং ঠিকাদাররা সস্তা কাপড় চান। জেলাগুলোতে ইউনিফর্ম কাপড়ের মান পরীক্ষার জন্য ল্যাব রয়েছে,” তিনি বলেন, “একজন শিক্ষার্থীকে দুই জোড়া ইউনিফর্ম দিতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker