NE UpdatesAnalyticsBreaking News

রাজ্যের ১০৫ স্কুলের স্বীকৃতি বাতিল, তালিকায় বরাকের ৫

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি : রাজ্যের ১০৫টি প্রাইভেট ও ভেঞ্চার স্কুলের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সেবা। চলতি বছরের ৩১ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে। ফলে এই স্কুলগুলো  আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে নবম শ্রেণিতে কোনও ছাত্র ভর্তি করাতে পারবে না। গত বছরের জুন ও জুলাই মাসে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ এই ১০৫টি স্কুলকে শো-কজ নোটিশ জারি করেছিল। এতে বলা হয়েছিল, গত বছরের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় এই স্কুলগুলো কেন নিরাশাজনক ফলাফল করেছে, তার কারণ জানাতে হবে। কিন্তু এই স্কুলগুলো কোনও জবাব না দেওয়ায় এদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সেবা।

Rananuj

এই স্কুলগুলোর তালিকায় বরাক উপত্যকার চারটি স্কুল রয়েছে। এর মধ্যে রয়েছে কাছাড় জেলার দেওয়ান গ্রুপ অব হাইস্কুল, ডলু বাগান প্রাইভেট হাইস্কুল ও জে আর ডি পাবলিক হাইস্কুল দয়াপুর এবং হাইলাকান্দির নীরোদ বিহারী পাল হাইস্কুল ও করিমগঞ্জের বিদ্যার্থী ভবন হাইস্কুল। এই পাঁচটি স্কুলও সেবার নির্দেশের আওতায় পড়বে।

সেবার পক্ষ থেকে বলা হয়, গত বছরের স্কুল শিক্ষান্ত পরীক্ষা ও আসাম হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের ২৯৪টি বেসরকারি ও ভেঞ্চার স্কুল খারাপ ফলাফল প্রদর্শন করেছে। এই ২৯৪টি স্কুলের মধ্যে ৪১টি স্কুলের পারফরম্যান্স গত পাঁচ বছর ধরেই আশানুরূপ নয়। এই স্কুলগুলোতে পাশের হার শূন্য থেকে ১০ শতাংশ। বিজ্ঞপ্তি অনুসারে, গত বছরের ২৮ জুন ও ১১ জুলাই রাজ্যের যে ২৯৪টি স্কুলকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছিল, তাতে সেবা কেন তাদের অনুমোদন বাতিল করা হবে না, সে সম্পর্কে জানতে চেয়েছিল। যদিও গত বছরের জুন ও জুলাই মাসে এই নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এই স্কুলগুলোর মধ্যে ১০৭টি স্কুল সেবার এই নোটিশকে আমল দেয়নি।

তবে যে ১৮৭টি স্কুল শোকজ নোটিশের জবাব দিয়েছে, তাদের যুক্তিগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। প্রতিটি স্কুল কথা দিয়েছে যে, ২০২৩ সালের পরীক্ষায় তারা শিক্ষা ও ফলাফলের মান উন্নত করবে। এরপরই বোর্ড সিদ্ধান্ত নেয়, এই স্কুলগুলোকে আরও একটি সুযোগ দেওয়া হোক। একইভাবে কোকরাঝাড় জেলার মরনাই চা বাগিচা হাইস্কুল ও নগাঁও-এর শ্রী শ্রী রামানন্দ দেব গার্লস হাই স্কুলকে পরবর্তীতে  আরও একবার সুযোগ দেওয়া হয়েছে। এই দুটি স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই জেলার ডিপিও-রা ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট জমা দেন। তবে বাকি ১০৫ স্কুল কোনও সক্রিয়তা না দেখানোয় তাদের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সেবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker