NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যের সব জেলায় শিশুদের জন্য কোভিড আইসিইউ
৩ জুলাই : অসম স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চিলড রাইটস (এএসসিপিসিআর) রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কোভিড পজিটিভ শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সব জেলায় পেডিয়াট্রিক কোভিড আইসিইউ স্থাপন করতে বলেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছর ১ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ১৮ বছর বয়স পর্যন্ত কমপক্ষে ৩৪,৬০৬ জন শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫,৭৫৫ জন শিশু ৫ বছরের কম বয়সের ও ২৮,৮৫১ জন ৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে রয়েছে।
এই তথ্য পাওয়ার পরই কমিশনের একটি দল ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ডিব্রুগড়, যোরহাট ও নগাঁও জেলায় কোভিড সংক্রমিত শিশুদের খোজখবর নেয়। কোভিড কেয়ার সেন্টার এবং হাসপাতালগুলিতে শিশুদের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার পর এএসসিপিসিআর-এর দলটি শিশুদের জন্য আইসিইউ-র সংখ্যা বাড়ানোর পরামর্শ দেয়। কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের কাছে সুপারিশের কপিও জমা দেওয়া হয়েছে। সুপারিশে বলা হয়েছে, কোভিড পজিটিভ শিশুদের যত্ন নেওয়ার জন্য একইসঙ্গে তাদের মা বা তত্ত্বাবধায়ক থাকার ব্যবস্থা করতে হবে। এছাড়া কোভিড আইসিইউতে শিশুবান্ধব ওয়ার্ড থাকতে হবে। এএসসিপিসিআর স্বাস্থ্যমন্ত্রীকে কোভিড আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের পুষ্টিকর খাবার ও ওষুধ সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ নিতে বলেছে।