Barak Updates

রাজ্যের পাশের হার থেকে অনেক দূরে বরাকের তিন জেলা

১৫ মেঃ স্থান তো নেই-ই, এমনকি পাশের হারেও রাজ্যের গড়-কে ছুঁতে পারেনি বরাক উপত্যকার কোনও জেলা। অসমে এ বার ৬০.২৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে। সে জায়গায় বরাকের সেরা ফল করা কাছাড় জেলাকে ৫০.২৯ শতাংশে আটকে থাকতে হয়েছে। করিমগঞ্জের হার ৪৬.৭৩  শতাংশ। হাইলাকান্দি গোটা রাজ্যে সর্বনিম্ন। ৩৯.০১ শতাংশ।

তবে কাছাড় জেলার কিছু কিছু স্কুল ভালই ফল করেছে। কলেজিয়েট স্কুলে এ বার ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। মোট ১৩৯জন পরীক্ষায় বসেছিল। ১৩৪জনই প্রথম বিভাগে। বাকি ৫জন দ্বিতীয় বিভাগে। স্টার নম্বর পেয়েছে ৫০জন। ৫১ জনের রয়েছে ডিস্টিংশন। ৫০৪টি লেটার এসেছে স্কুলে। রাজ্যে সর্বোচ্চ সাধারণ গণিতে ১০০-য় ১০০ পেয়েছে ৩০জন। প্রাগ্রসর গণিত, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানেও সর্বোচ্চ নম্বর কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থীদের।

মেধা তালিকাতেও ঢুকে পড়ছিল শিলচরের এই স্কুল। মাত্র ৭ নম্বরের জন্য ছিটকে গিয়েছে শ্যামলী নাথ। ৮ নম্বরের জন্য অদ্রিজা  নন্দী। শ্যামলী  ৬০০ নম্বরের মধ্যে পেয়েছে ৫৭৭। অর্থাত ৯৬.১৬ শতাংশ। অদ্রিজা অঙ্ক ও প্রাগ্রসর অঙ্ক দুটিতেই সে ১০০ করে পেয়েছে। বিজ্ঞানেও ১০০। সমাজ বিজ্ঞানে ৯৯। ইংরেজি ও হিন্দিতে নম্বর কমে যাওয়াতেই আটকে যায়। দুটি বিষয়েই অদ্রিজার প্রাপ্ত নম্বর ৮৮।

গত দুই বছরের চেয়ে ভাল ফল করেছে অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পাশের হারেও তারা রাজ্যকে ছাড়িয়েছে। ১১৬জনে ৭৩জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬২.৯ শতাংশ। এর মধ্যে ১৫জন প্রথম বিভাগে। ২৬জন দ্বিতীয় ও ৩২জন তৃতীয় বিভাগে। লেটার রয়েছে ৩৭টি।

কিন্তু শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেউ প্রথম বিভাগে পাশ করতে পারেনি। ৪২ পরীক্ষার্থীতে ২১ জন পাশ করেছে। এর মধ্যে ৮জন দ্বিতীয় বিভাগে।

নরসিং স্কুলে ৯জন প্রথম বিভাগে পাশ করলেও পাশের হার মাত্র ৪২ শতাংশ।

বাংলায় এ বার রাজ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৭। সেটি গিয়েছে করিমগঞ্জ পাবলিক হাই স্কুলে।

 

English text here

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker