India & World UpdatesAnalyticsBreaking News

রাজনীতিবিদরা সঠিক কাজ না করলে দেওয়া হয় কঠোর শাস্তি
Residents ridicule their politicians by putting them in a cage

৯ মার্চ : রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ। তাদের ভোট দিয়ে নির্বাচিত করা হয়, যাতে তাঁরা সমাজের কল্যাণ ও সমস্যাগুলি সমাধান করতে পারে। কিন্তু যদি এই রাজনীতিবিদরা জনগণের সমস্যার সমাধান না করে, তখন কী হবে? বিশ্বের বেশিরভাগ দেশে দেখা যায়, একজন নেতা তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরেও সে ক্ষমতায় থাকে।

Rananuj

তবে সে যদি তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের সময় তাঁদের ভোট দান থেকে বিরত থাকে সাধারণ মানুষ। তবে সর্বত্র যে এমন হয়, তা নয়। ইতালিতে অবস্থিত একটি শহর, যার নাম ট্রেন্টো। এই শহরে কোনও রাজনীতিবিদ যদি ভুল করেন, কিংবা নিজের দেওয়া প্রতিশ্রুতি মত যদি কাজ না করেন, তাহলে তাদের শাস্তি দেন শহরের মানুষ।

ওই রাজনীতিবিদকে প্রথমে খাঁচায় বন্দি করা হয়, তারপর খাঁচা সমেত রাজনীতিবিদকে নদীর জলে অর্ধ ডুবিয়ে রাখা হয়। তবে এটা কোনও মৃত্যুদন্ড নয়। খাঁচাটি মাত্র এক সেকেন্ডের জন্য জলে নামানো হয়, যাতে ওই রাজনীতিবিদ নিজের ভুল বুঝতে পারেন। এই কাজটি যখন করা হয়, তখন অনেক মানুষ জড় হয়। তারা রাজনীতিবিদের এই অবস্থা দেখে মজা পান।

নেতাদের শাস্তি অস্বাভাবিক নয়। বিশ্বের অনেক জায়গার এর নিজস্ব রীতিনীতি এবং আচার-অনুষ্ঠান রয়েছে। ট্রেন্টোতে এই নিয়মটিকে ‘টোনকা’ বলা হয়। মূলত শহরের রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তি, যারা দিনের পর দিন জনগণকে অপমান করে এসেছেন, তাদের এভাবে বিচার করা হয়। আগামী ২৫ জুন এটি অনুষ্ঠিত হবে।

March 9 : The leader is the representative of the people. Public service is the real reason for a leader to win the vote. It is natural that the leader will take care of those who brought him to power. Although there are complaints in many cases, many people are busy with their sugarcane collection neglecting that work. However, according to the rules of time, one day the ‘almighty’ leader will die. However, the wrongdoing of the corrupt leader, what is the correct ‘punishment’ for him? Most cases do not match. But this city in Italy is different. Netaji could not break his promise here. He has to face terrible punishment. What is the punishment?

Trento city in Italy. Here there is severe punishment for the leader who deceives the people. The evil leader is put in an iron cage. He was then floated in a local river. No, not the death penalty. When the leader fell sick while in the cage, the crowd rescued him. Such punishment of Trento is called ‘Tonka’.

Every year in the month of June, the ‘Vigilian’ festival is held in the city. Part of that is the system of punishment of hypocritical leaders in public courts. Not only politicians face such punishment, local celebrities also face the same punishment even if they denigrate their beloved city. On June 26, 2022, Trento’s failed leaders and notables were punished. Tonka is scheduled to take place on June 25 this year in a small Italian town. In a scene from Satyajit Ray’s Gupi Gayen Bagha Bayen, Gupi thought of a novel punishment for the conspiratorial minister. By showing the tiger a cactus bush, he says, if Minister Mashaire can’t be brought on it! Many people may remember this dialogue from the timeless film after seeing Trento’s punishment.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker