CultureBreaking News
রবি ঠাকুরকে হৃদয়ে রেখে শুরু মঞ্চের আয়োজন
৬ মে : শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত এবং সেখান থেকে পথ পরিক্রমা। মঙ্গল প্রদীপ হাতে নিয়ে সোমবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা এক শোভাযাত্রার মাধ্যমে শুরু করলেন পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’। এই শোভাযাত্রায় মঞ্চের সদস্যদের মুখে মুখে ছিল রবীন্দ্র সঙ্গীত।
মূলত রবীন্দ্র তর্পণের মাধ্যমেই সম্মিলিত মঞ্চ এ দিন অনুষ্ঠান শুরু করে। শোভাযাত্রা শেষে গোলদিঘি মলে ছিল কবি স্মরণে একটি অনুষ্ঠান ‘সবুজের সমাবেশ’। প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। গান কবিতা ও কথায় রবীন্দ্র তর্পণ। মঞ্চে শিল্পীদের মধ্যে কেউ গেয়েছেন, কেউ নেচেছেন, আবার কোনও চিত্রশিল্পী রবি ঠাকুরের ছবি এঁকেছেন।
খেলাচ্ছলে কবিকে স্মরণ, ঠিক যেন তাই। মঞ্চ অনুষ্ঠানের নামটিও রেখেছিল ‘মজার খেলায় রবীন্দ্র গান’। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মঞ্চের সদস্য ছাড়াও উপস্থিত দর্শকরা গানে গানে অংশ নেন। আরেকটি অনুষ্ঠান ছিল ‘শব্দে খুঁজি রবি ঠাকুরকে’। এই দুটো অনুষ্ঠানই উপস্থিত সবাই প্রাণ ভরে উপভোগ করেছেন।