Barak UpdatesCultureBreaking News
রবিবার বঙ্গভবনে দুটি নতুন নাটক
ওয়ে টু বরাক, ২৬ জুলাই : নতুন দু’টি নাটক নিয়ে হাজির হচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার এবং হাইলাকান্দির বিবর্তন থিয়েটার। ৩০ জুলাই, রবিবার শিলচর বঙ্গভবনে সন্ধে ঠিক সাড়ে ছ’টা থেকে শুরু হবে এই নাট্য সন্ধ্যা।
এদিন যে দু’টি নাটক পরিবেশিত হবে, দু’টিই নতুন। বিবর্তন মঞ্চস্থ করবে ‘রংপেন্সিল’। রচনা বিপ্লব দাস, নির্দেশনা ও বিন্যাসে সায়ন বিশ্বাস। এই নাটকটি রূপম প্রতিযোগিতায় মঞ্চস্থ করে প্রযোজনা ক্যাটেগরিতে পুরস্কারও পেয়েছিল বিবর্তন থিয়েটার। তবে নির্দেশক সায়ন জানিয়েছেন, নাটকটির গল্পে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কয়েকজন নতুন কলাকুশলীকেও দেখা যাবে এই প্রযোজনায়। নাটকটির গল্প একেবারে আধুনিক ভাবনার, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম মানুষের সহজ শৈল্পিক ভাবনার দ্বন্দ্ব ফুটে ওঠে।
এ দিনের অন্য নাটকটির নাম ‘কপাট’। রচনা চিত্রভানু ভৌমিক। অতীতে দশরূপক সাংস্কৃতিক সংস্থা এই নাটকের সফল মঞ্চায়ন করে দারুণ ছাপ রেখেছে। তবে আজকের প্রজন্ম থিয়েটার প্রথমবার এই নাটকটি নিয়ে মঞ্চে আসছে। সায়ন জানান, সামাজিক এই নাটকের প্লট তৈরি করা হয়েছে একটি রহস্যমৃত্যুকে ঘিরে। যা বিশেষ একটি বার্তা বহন করে।