India & World UpdatesCultureBreaking News
রথযাত্রায় যোগ দিতে আজ পুরীতে রাষ্ট্রপতি, সতর্ক প্রশাসন
ভুবনেশ্বর, ৭ জুলাই : পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চার দিনের ওড়িশা সফরে শনিবারই পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। ফলে রবিবার তিনি পুরীতে থাকবেন। ওডিশা পুলিশের এডিজি তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার বলেন, ‘রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সাম্প্রতিক হাথরস কাণ্ডের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে এ বার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
উল্লেখ্য, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে গত কয়েক বছর ধরেই কড়া নিরাপত্তা থাকে পুরীতে। কেউ সহজে রথ ছুঁতে পারেন না। ভিআইপি, মন্ত্রীদের রথ টানার জন্য নির্দিষ্ট নিরাপত্তা শৃঙ্খলের বাইরে সাধারণ ভক্তদের রথ টানার দড়ি ঘিরে বিপুল জনসমাগম প্রশাসনের চিন্তার বিষয়। আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স চলাচলের ‘গ্রিন করিডর’ রাখা ব্যবস্থা চালু হয়েছে কয়েক বছর আগে।
প্রসঙ্গত, দ্রৌপদী একদা ওডিশার রাইরংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রীপদেও ছিলেন তিনি। সে সময় প্রায়শই তিনি জগন্নাথদেব দর্শনে যেতেন। ২০২২ সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী।