Barak UpdatesSportsBreaking News
ম্যাচ গড়ায় টাইব্রেকারে, এপি দত্ত স্মৃতি বি ডিভিশনে চ্যাম্পিয়ন আরিয়ান্স, রানার্স উদয়ন সংঘ
ওয়েটুবরাক, ১৬ মার্চ: শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ পি দত্ত স্মৃতি বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আরিয়ান্স ক্লাব। আসরের ফাইনালে তারা ৬-৫ গোলে হারায় উদয়ন সংঘকে। খেলার নির্ধারিত সময়ে ম্যাচের ভাগ্য ঠিক হয়নি। ফলে নিস্পত্তি হয় টাইব্রেকারে। টাউন ক্লাবের মাঠে হলো ফাইনাল। চ্যাম্পিয়ন হওয়ার ফলে এ পি দত্ত স্মৃতি ট্রফি, পুরস্কার অর্থ হিসেবে নগদ ৮ হাজার টাকার পাশাপাশি আগামী মরশুমে এ ডিভিশনে খেলার ছাড়পত্র পেল আরিয়ান্স। আর উদয়ন সংঘ রানার্স ট্রফির পাশাপাশি পেল নগদ পাঁচ হাজার টাকা।
আজ বুধবার খেলার শুরু থেকে দুই দলের খেলোয়াড়রা দাপট দেখানোর চেষ্টা করেন। ১৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আরিয়ান্স। দলকে এগিয়ে দেন বিমান বর্মন। এক গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া প্রয়াস চালায় উদয়ন সংঘ। ৩৭ মিনিটে দলকে সমতায় ফেরান লালসুবুনগুন মার। ফল হয় বরাবর। এরপর আর কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শটে বাজিমাত করে আরিয়ান্স।
সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা লিংকম্যান এবং সেরা ফরোয়ার্ডের পুরস্কার পেলেন অ্যান্থনি মার, ফকরুল ইসলাম লস্কর, বিমান বর্মন এবং লালথাসিম মার। ট্রফির পাশাপাশি তাদের দেওয়া হয় নগদ পাঁচশত টাকা করে। সেরা ফুটবলারের পুরস্কার পেলেন আমির হুসেন লস্কর। ট্রফি ছাড়াও নগদ এক হাজার টাকা দেওয়া হয় তাঁকে।
ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার স্পনসরার অশোকতরু দত্ত, টাউন ক্লাবের সভাপতি দিলীপরঞ্জন নন্দী, টাউন ক্লাবের সচিব নন্দদুলাল রায় , ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিংহ, মাইনর গেমস সচিব উত্তম চৌধুরী, সুজন দত্ত, অজয় চক্রবর্তী, আশুতোষ রায় প্রমুখ।