Barak UpdatesBreaking News
থিম শিক্ষার প্রসার, প্রথম দিনেই দর্শনার্থী টানছে মেহেরপুর অ্যাপোলো ক্লাবApollo Club attracted people by its theme on ‘Education’
১৬ অক্টোবর : এ বারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আচার অনুষ্ঠান মেনে পুজোর আয়োজন করেছে শিলচর মেহেরপুরের অ্যাপোলো ক্লাব। প্রতি বছরই নানা থিম নিয়ে পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। এ বছর থিম রাখা হয়েছে শিক্ষা। সর্বশিক্ষার মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাতে শিক্ষার আলো পৌছে দেওয়া যায়, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার।
ক্লাব কর্তৃপক্ষ পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বার্তাই প্রচার করতে চান। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা জয়দীপ চক্রবর্তী বলেন, তারা চান গ্রাম শহরের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো পৌছে যাক। সেই ভাবনা থেকেই এমন থিম রেখেছেন। তিনি তাদের পুজো মণ্ডপে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
English