NE UpdatesAnalyticsBreaking News
মুখ্যমন্ত্রী-সকাশে বাংলা সাহিত্য সভা : নানা কার্য পরিকল্পনা গ্রহণ

গুয়াহাটি, ২৮ মার্চ : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাংলা সাহিত্য সভা, অসম-এর এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন সভার রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী, রাজ্য সভাপতি খগেনচন্দ্র দাস ও রুনুমি শর্মা। তাদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বাংলা সাহিত্য সভার কার্যক্রম ও গ্রন্থ-আন্দোলনে ইতিবাচক ভূমিকার নানা দিক জেনে খুব খুশি হন।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী বাংলা সাহিত্য সভার কার্যকর্তাদের ডেকে অসমিয়া-বাঙালি অনুবাদ প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদান করেন। মুখ্যমন্ত্রী নিজে অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতাকে ডেকে এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের লিখিত নির্দেশ প্রদান করেন। সেই অনুসারে গত ২৯ জানুয়ারি অসম প্রকাশন পরিষদ ও বাংলা সাহিত্য সভার মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে অসমিয়া-বাংলা এবং বাংলা-অসমিয়া অভিধান প্রণয়ন ও নির্বাচিত দশটি গ্রন্থের অনুবাদের প্রকল্প গ্রহণ করা হয়।
এ দিন মুখ্যমন্ত্রীকে এই প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিস্তারিত অবগত করান বাংলা সাহিত্য সভার রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী। তাছাড়া, এ দিন সভার সভাপতি খগেনচন্দ্র দাস বাংলা সাহিত্য সভার জন্য সরকারি ভূমি আবণ্টনের অনুরোধ জানান মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সভাকে আশ্বাস প্রদান করেন। সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী আগামী ১২ মে-তে অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে পর্ষদের অর্থানুকূল্যে ও বাংলা সাহিত্য সভার দ্বারা অনূদিত ও প্রকাশিত সাতটি বই উন্মোচনের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
সব মিলিয়ে বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের সবচেয়ে বড় সাহিত্য-সংস্কৃতিমূলক মঞ্চ ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর সৌজন্যে রাজ্যের বাঙালিসমাজ সরকারি এবং সামাজিক সুযোগসুবিধা তথা মর্যাদা ও স্বীকৃতিলাভ করছে বলে সচেতন মহলে প্রবল ইতিবাচক সাড়া পড়েছে। হয়তো আগামী দিনে আরও অনেক কিছু পেতে চলেছেন অসমের বাঙালিরা। নিজের জাতিসত্তাকে ভালোবেসে সমন্বয়চিন্তা নিয়ে সমতার এই শুভ লড়াইয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলা সাহিত্য সভার কর্মকর্তারা।