India & World UpdatesAnalyticsBreaking News
মুখ্যমন্ত্রী নীতীশই, বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ!
১৬ নভেম্বর: সোমবার চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশকুমার৷ উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি৷ তবে বিজেপির পরিষদীয় দলনেতা মনোনীত হয়েছেন কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ৷ সুশীলকুমার মোদির স্থলাভিষিক্ত করা হল তাঁকে৷ এ থেকে স্পষ্টত ধরা পড়ে, সুশীলবাবু নন, এ বার উপমুখ্যমন্ত্রী হবেন তারকিশোর৷
প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ৩৬ সদস্যের মন্ত্রিসভা হতে চলেছে বিহারে। তাতে ২২ জন থাকবেন বিজেপি থেকে আর নীতীশের জেডিইউ থেকে থাকবেন ১২ জন। অন্যদিকে হাম ও ভিআইপি থেকে থাকবেন একজন করে।
তবে উপমুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা অবশ্য এখনও জানা যায়নি। যে তিন নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে সেই তিন নামের মধ্যে সুশীল কুমারের নামও রয়েছে। এছাড়াও বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত তার কিশোর প্রসাদ এবং রেণু দেবীর নামও উঠে আসছে। আবার শোনা যাচ্ছে দুজন উপমুখ্যমন্ত্রীও করা হতে পারে। সুশীল কুমার ইতিমধ্যেই কাটিহারের বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদকে অভিনন্দন জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, তারকিশোর প্রসাদকে সর্বসম্মত ভাবে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
সব মিলিয়ে অনুমান করা হচ্ছে, সুশীলকুমার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না। তাঁকে কেন্দ্রে পূর্ণমন্ত্রী করার কথা শোনা যাচ্ছে। সুশীলবাবু অবশ্য টুইটে জানিয়েছেন, দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি মাথা পেতে নেবেন।