Barak UpdatesSportsBreaking News
মিডিয়া ক্রিকেটের দল গঠন সম্পন্ন করল বাকস
১২ জানুয়ারি : প্রতি বছরের মতো এবারও মিডিয়া ক্রিকেট ফেস্টের আয়োজন করছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। এই আসরকে সামনে রেখে আজ লটারির মাধ্যমে শিলচরের চারটি ফ্র্যাঞ্চাইজির টিম গঠন প্রক্রিয়া শেষ করে নিল বাকস। গত তিন বছরের মতো এবারও আসর স্পনসর করছে যুক্ত ফাউন্ডেশন।
বিগত বছরের মতো এবারও মিডিয়া ক্রিকেট ফেস্টে অংশ নিেচ্ছ বরাক উপত্যকার ছয়টি দল। এর মধ্যে শিলচরের চারটি। এই দলগুলি হলো ভ্যালি স্ট্রং নিউজ রকার্স, ইয়াসি খবর হিরোজ, আরণ্যক ভ্যালি মিডিয়া প্যান্থার্স এবং নেতাজি ছাত্র যুব সংস্থা। এছাড়াও অংশ নিচ্ছে প্রেস ক্লাব করিমগঞ্জ ও হাইলাকান্দি প্রেস ক্লাব। লটারির মাধ্যমে মঙ্গলবার গঠন করা হলো শিলচরের চারটি দল। লটারির মাধ্যমে বাকসের এই দল গঠন প্রক্রিয়া হয়েছে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের কনফারেন্স হলে। সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে ছিমছাম অনুষ্ঠানটির শুরুতেই স্বাগত ভাষণ পেশ করেন বাকসের কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল দাস।
প্রতিযোগিতার টাইটেল স্পনসর যুক্ত-র তরফে জয়দীপ চক্রবর্তী বলেন, ‘প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি এলেই আমরা মুখিয়ে থাকি মিডিয়া ক্রিকেটের জন্য। বাকসের সঙ্গে যুক্ত হতে পেরে আমরাও আনন্দিত। ভবিষ্যতেও বাকসের কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকার চেষ্টা করব।’ বর্ষীয়ান সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমি নিজেও একজন ক্রিকেটপাগল লোক। বাকসের এই আসর আমার খুব ভালো লাগে। আমি প্রতি বছর তা খুব উপভোগ করি। এবারও করব।’ অনুষ্ঠানের সভাপতি দেবাশিস সোম বাকসের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রকাশ করেন কৃতজ্ঞতাও।’ অত্যন্ত নিপুণতার সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকসের মুখপাত্র সায়ন বিশ্বাস। লটারি পর্বে অংশ নেন সংস্থার বরিষ্ঠ কর্মকর্তা শতানন্দ ভট্টাচার্য।
লটারির মাধ্যমে গঠন করা চার দলের সদস্যরা হলেন—
আরণ্যক ভ্যালি মিডিয়া প্যান্থার্স : অমলাভ দাস (অধিনায়ক), গণেশ নন্দী, শিবাশিস ভট্টাচার্য, আহাদুল আহমেদ, সুমিত শুক্লবৈদ্য, সত্যজিৎ শুক্লবৈদ্য, প্রলয় দেব, চিরঞ্জীব নাথ, মকসুদুল চৌধুরী, বাপী নাথ, ইয়াসিন মজুমদার, মানসু সিনহা, কিশান মালা, পি কে দত্ত।
ইয়াসি খবর হিরোজ : দেবাশিস সোম (অধিনায়ক), সায়ন বিশ্বাস, ভোলা নাথ, দিলীপ সিং, দিলোয়ার হুসেন, রিজয় কানুনগো, সুমন দাস, চিন্ময় নাথ, জাকির হুসেন, পীযূষ নাথ, বাপ্পা দাস, বিশাল দাস, অভিজিৎ দেব, শিবানন্দ সিং।
ভ্যালি স্ট্রং নিউজ রকার্স : সঞ্জীব সিং (অধিনায়ক), শ্যাম সিনহা, পিন্টু শুক্লবৈদ্য, নান্টু ঘোষ, বিশ্বজিৎ রায়, তাজ উদ্দিন, সুমিত দে, আব্দুল হুসেন লস্কর, অজিত দাস, অভিজিৎ ভট্টাচার্য, রত্নদীপ দেব, তাহের আহমেদ, রবি হাজাম, সুব্রত দাস।
নেতাজি ছাত্র যুব সংস্থা : অনিরুদ্ধ লস্কর (অধিনায়ক), অনির্বাণ রায়চৌধুরী, বিমান সিনহা, জয়দেব দাস, অভিজিৎ নাথ, নুরুল ইসলাম লস্কর, নিরূপম দাস, মুল দাস, বাপন গোস্বামী, বিশ্বজিৎ দত্ত, গোপালদাস সিনহা, তাপস নাথ, রাজু নাথ, রুহুল আমিন।