Barak UpdatesBreaking News
মিছিল, রামপূজায় ৬ ডিসেম্বর উদযাপন শিলচরে
,
৬ ডিসেম্বরঃ কেউ বলেন, ৬ ডিসেম্বর মসজিদ গুঁড়িয়ে দিয়ে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংস করা হয়েছে। কারও অভিমত, এই দিনটিই ভারতের কলঙ্কের দিন। আবার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল দিনটি উদযাপন করে রামমন্দির পুনরুদ্ধারের জন্য। শিলচরেও বৃহস্পতিবার মিছিল করে এরা। মূলত গাড়ি, মোটর সাইকেলে চেপে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তোলেন শহরের এ প্রান্ত, ও প্রান্ত। গান্ধীবাগ থেকে মিছিল যায় ঘুংঘুর পর্যন্ত। সেখান থেকে ফিরে আশ্রম রোড গোবিন্দবাড়িতে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে।
৬ ডিসেম্বরঃ কেউ বলেন, ৬ ডিসেম্বর মসজিদ গুঁড়িয়ে দিয়ে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংস করা হয়েছে। কারও অভিমত, এই দিনটিই ভারতের কলঙ্কের দিন। আবার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল দিনটি উদযাপন করে রামমন্দির পুনরুদ্ধারের জন্য। শিলচরেও বৃহস্পতিবার মিছিল করে এরা। মূলত গাড়ি, মোটর সাইকেলে চেপে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তোলেন শহরের এ প্রান্ত, ও প্রান্ত। গান্ধীবাগ থেকে মিছিল যায় ঘুংঘুর পর্যন্ত। সেখান থেকে ফিরে আশ্রম রোড গোবিন্দবাড়িতে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে।
এ দিকে, রামচন্দ্রের পুজো ঘিরে দাস কলোনি দু-দিন ধরে উতসবমুখর।বুধবার থেকেই শুরু হয়ে যায় নানা অনুষ্ঠান, ধর্মকথার আসর। বৃহস্পতিবার হয় পূজার্চনা, প্রসাদ বিতরণ। পুজোকে সামনে রেখে গেরুয়া পতাকায় ঢেকে দেওয়া হয় গোটা এলাকা। শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন শ্রীরামের পুজোয়।
English text here