Barak UpdatesBreaking News
মিছিল-জমায়েতে প্রতিবাদমুখর বরাক, বনধে সমর্থনRally-demonstration rock the streets of Silchar, Bandh supported by many
শুক্রবার সকাল ৬টায় সভায় বসে নেলেক (নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি)। বৃহস্পতিবারের ঘটনার নানা দিক বিশ্লেষণ করে তাঁরা তীব্র প্রতিবাদ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তাঁদের আহ্বানেই ইন্ডিয়া ক্লাব অডিটোরিয়ামে গেরুয়া সংগঠনগুলি সমবেত হয়েছিল। নবগঠিত রাষ্ট্রবাদী যৌথ মঞ্চ বরাক ভিত্তিক সংগঠন হলেও তারা অসম বনধেরই ডাক দিয়েছে। বিকেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিবাদী জমায়েতে মিলিত হয়। শহরের প্রচুর সংগ্রামী জনতা এ দিন মিছিলে হাঁটেন।
কোনও সংগঠন এর আহ্বায়ক না হলেও শিলচরের পরিচিত সংগ্রামী মুখেদের অনেককেই ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সামিল হতে দেখা যায়। বরাক নন্দিনী সাহিত্য চক্র, মৈত্রেয়ী সংঘের কর্মকর্তারাও তাতে উপস্থিত ছিলেন। এ দিন সিআরপিসিসি, ফোরাম ফর সোসিয়াল হারমনিও শনিবার বনধ পালনের আহবান জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চও বাঙালি হত্যার তীব্র প্রতিবাদ জানায়।
সন্ধ্যায় পথসভা করে সিপিএম। পথসভার পর সিপিএম-এর এক প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এই মিছিল থেকে তিনসুকিয়ায় বাঙালি হত্যাকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
আমরা বাঙালির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতের ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়েছে। রাজ্য কমিটির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, এই অবস্থায় আইন-শৃঙ্খলার দায়িত্ব সামরিক বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হোক। তারাও বাঙালি হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ডাকা বনধে সমর্থন জানান। বনধে সমর্থন করেছে অসম মণিপুরি প্রগ্রেসিভ ফ্রন্ট। বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই হত্যার বিরুদ্ধে বনধকে সর্বাত্মক করে তুলতে সকলের উদ্দেশে আহ্বান জানিয়েছেন।
আলফা (স্বাধীন) তিনসুকিয়া হত্যাকাণ্ডের দায় অস্বীকার করার পর প্রশ্ন ওঠে, তাহলে কারা এই ঘটনার পেছনে। কাদের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। বিষয়টি রহস্যজনক বলে উল্লেখ করে তদন্তক্রমে সেই রহস্য উদ্ঘাটনের অনুরোধ জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।