Barak UpdatesBreaking News
মানুষের জন্য বিজ্ঞান, মতবিনিময় বিজ্ঞান দিবসেScience is for people; exchange of views on National Science Day
২৮ ফেব্রুয়ারি : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বৃহস্পতিবার পিপলস সায়েন্স সোসাইটি, হিউম্যান সায়েন্স ফোরাম ও ম্যান মেকিং মিশনের যৌথ উদ্যোগে দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের বিজ্ঞান চর্চার ইতিহাস ও বর্তমান সময়ে অবৈজ্ঞানিক ধ্যান-ধারনা ছড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে উপস্থিত বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য, এবারের জাতীয় বিজ্ঞান দিবসের মূল বিষয় ছিল, ‘বিজ্ঞান মানুষের, মানুষের জন্য বিজ্ঞান’ । এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিপলস সায়েন্স সোসাইটির সভাপতি সুব্রতচন্দ্র নাথ, সম্পাদক কৃশানু ভট্টাচার্য, সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য, হিউম্যান সায়েন্স ফোরামের ফারুক লস্কর, আদিমা মজুমদার, কমল চক্রবর্তী, মৌপিয়া চৌধুরী, পিংকি দাস এবং ম্যান মেকিং সোসাইটির পক্ষে সৌম্যদীপ রায়চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভারতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন মতাদর্শ, দর্শন রয়েছে। আধুনিক বিজ্ঞানের অগ্রগতি রামমোহন-বিদ্যাসাগর পরবর্তী যুগে নতুন গতি পেয়েছিল। এক্ষেত্রে তাদের যুক্তিবাদী আন্দোলন পরিচালনা অন্যতম অনুঘটকের কাজ করে। এই পথেই আমরা জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকদের আমরা পেয়েছি। তাদের চিন্তার বিরুদ্ধে গিয়ে আজ চূড়ান্ত অবৈজ্ঞানিক ধ্যান ধারনাকে এদেশে সরকারের মদতে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই বিজ্ঞান দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানকে কূপমণ্ডূকতার বেড়াজাল থেকে রক্ষা করা।
এই মতবিনিময় সভায় বরাক নদীর তীরে যে aধরনের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ‘নমামী বরাক’ করে কোটি কোটি টাকা খরচ করা হলেও বরাক নদীর প্রদুষণ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে আগামীতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।