Barak Updates

মাধ্যমিকের মেধা তালিকায় বরাক নেই

১৫ মেঃ সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান নেই বরাক উপত্যকার কোনও ছাত্রছাত্রীর। দশম স্থান পর্যন্ত মোট ৩৯জনকে কৃতী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম লখিমপুর জেলার নারায়ণপুরের শঙ্করদেব শিশু নিকেতনের মেঘশ্রী বরা। ৬০০-তে ৫৯৪ পেয়েছে সে। দ্বিতীয় স্থানাধিকারী ২ জন। যোরহাটের বাঘচুং এলাকার ডনবস্কো হাই স্কুলের চিন্ময় হাজরিকা ও গুয়াহাটির সেন্ট মেরি হাই স্কুলের প্রত্যাশা মেধি। তারা ১ নম্বরের জন্য প্রথম হতে পারেনি। ৫৯১ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে নগাঁওয়ের ক্রিশজ্যোতি স্কুলের আফরিন আহমদ ও গুয়াহাটির সেন্ট মেরি হাই স্কুলের অনুশ্রী ভুইয়া। চতুর্থ স্থানাধিকারীও গুয়াহাটির সেন্ট মেরি হাই স্কুলের। ৫৯০ নম্বর পেয়েছে এই স্কুলের ক্রিস্টি শইকিয়া।

তবে ৮ মার্কসের জন্য মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছে কলেজিয়েট স্কুলের অদ্রিজা  নন্দী। অঙ্ক ও প্রাগ্রসর অঙ্ক দুটিতেই সে ১০০ করে পেয়েছে। বিজ্ঞানেও ১০০। সমাজ বিজ্ঞানে ৯৯। ইংরেজি ও হিন্দিতে নম্বর কমে যাওয়াতেই আটকে যায় সে। দুটি বিষয়েই তার প্রাপ্ত নম্বর ৮৮।

শুধু স্থানের দিক থেকেই নয়, পাশের হারেও রাজ্যের সঙ্গে তাল মেলাতে পারেনি কাছাড়। সারা রাজ্যের পাশের গড় যেখান ৬০.২৩ শতাংশ, সেখানে কাছাড়ে পাশ করেছে মাত্র ৫০.২৯ শতাংশ পরীক্ষার্থী। সবচেয়ে নীচে রয়েছে হাইলাকান্দি জেলা। ৩৯.০১ শতাংশ। করিমগঞ্জে ৪৬.৭৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অভাবনীয় ভালো ফল করেছে ধেমাজি জেলা। পাশের হার ৮৩.২৮ শতাংশ। দ্বিতীয় শিবসাগর ৭০.২ শতাংশ। তৃতীয় নলবাড়ি ৭০.০৮ শতাংশ।

শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ বার কেউ প্রথম বিভাগে পাশ করতে পারেনি। ৪২ পরীক্ষার্থীতে ২১ জন পাশ করেছে। এর মধ্যে ৮জন দ্বিতীয় বিভাগে।

নরসিং স্কুলে ৯জন প্রথম বিভাগে পাশ করলেও পাশের হার মাত্র ৪২ শতাংশ।

বাংলায় এ বার রাজ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৭। সেটি গিয়েছে করিমগঞ্জ পাবলিক হাই স্কুলে।

রাজ্যে এ বার ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি হারে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের পাশের হার ৬২.৬৯ শতাংশ। ছাত্রীদের হার ৫৭.৯৯ শতাংশ।  মোট ৩ লক্ষ ৩৬ হাজার ২০৩ জন ছাত্রছাত্রী এই বছর পরীক্ষায় বসেছিল। ৪৮ হাজার ৫৯৯জন প্রথম বিভাগে, ৭১ হাজার ২০জন দ্বিতীয় বিভাগে এবং ৮২ হাজার ৮৮৯জন পাশ করেছে তৃতীয় বিভাগে। গত দুই বছরের তুলনায় এ বার অবশ্য পাশের হার সামান্য বেশিই। ২০১৮ ও ২০১৭ সালে ছিল ক্রমে ৫৬.০৪ ও ৪৭.৯৪।

 

English text here

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker