Barak Updates

মাদকবিরোধী অভিযানে কাছাড় পুলিশের পরপর সাফল্য, ধৃত ৫

ওয়েটুবরাক, ২৮ জুন : মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ৷ গত চব্বিশ ঘণ্টায় গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তিনটি অভিযান চালান তারা৷ তিন জায়গাতেই সাফল্য মেলে৷ কোথাও মাদক আসে মণিপুর থেকে, কোথাও মিজোরাম থেকে মাদক আসে জেলায়৷ আসলে কাছাড়কে করিডর করে ওইসব মাদক আবার অন্যত্র পাচার হয়ে যাচ্ছিল৷

Rananuj

পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, বৃহস্পতিবার রাতে তারা কাটিগড়া ও শালচাপড়ায় অভিযান চালান৷ গ্রেফতার করা হয় কাটিগড়া এলাকার বাসিন্দা আফজল হোসেন ও আক্তার হোসেন নামে দুই পাচারকারীকে৷ তাদের কাছ থেকে ৫০টি সাবানের কেসে ৫৬১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে৷ আটকানো হয়েছে তাদের মারুতি অল়টো গাড়িটিও৷

শুক্রবার আর এক অভিযানে ট্রাক থামিয়ে উদ্ধার করা হয় ১.৮৮১ কিলোগ্রাম হেরোইন৷ দিগরখালে টোল গেটে পুরনো লোহা-টিনের সামগ্রী বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে দেড়শোটি সাবানের কেস খুঁজে পাওয়া যায়৷ সেগুলিতেই রাখা ছিল হেরোইনের প্যাকেট৷ লরিচালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের মধ্যে রাম মোয়াঙ ও মঙলালেমের বাড়ি মণিপুরে৷ লরিচালক আরবিল কুমার বিহারের বৈশালীর বাসিন্দা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker