Barak UpdatesCulture
মাউথ অর্গানে ব্যাতিক্রমী প্রয়াস
নবীন প্রবীণ শিল্পীদের সমাবেশে এক দশক ধরে সমকালের ব্যবস্থাপনায় শিলচর শহরের প্রেমতলার জননী অ্যাপার্টমেন্টে শুরু হয়েছিল এক পরীক্ষামূলক মাসিক ঘরোয়া সাংস্কৃতিক সন্ধ্যা । ভাবনা ছিল প্রতিভাবান শিল্পীদের জন্য সঠিক মঞ্চ গড়ে তোলা। প্রতিমাসের কোনও এক রবিবার আয়োজন হত এই সাংস্কৃতিক সন্ধ্যা ‘প্রয়াস’। প্রথম অনুষ্ঠানে শিল্পী ছিলেন শাখী ভট্টাচার্য ও অনুপ দে । সেই শুরু। ক্রমে সেই মাসিক অনুষ্ঠানের মঞ্চে শুধু বরাক উপত্যকার নয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বহুু প্রতিষ্ঠিত শিল্পী দাপটের সঙ্গে অনুষ্ঠান করেছেন । আজ এই শহর শিলচরে প্রয়াস এক সাংস্কৃতিক আন্দোলনের নাম।
২৯ জুলাই রবিবার অনুষ্ঠিত হল মাসিক প্রয়াসের ১৩৫তম সাংস্কৃতিক সন্ধ্যা। স্থান সেই জননী অ্যাপার্টমেন্ট । অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন গানে উমা দেব, আবৃত্তিকার শুভ্রা ভট্টাচার্য ও মাউথ অর্গানে তাপস চক্রবর্তী । অনুষ্ঠানের প্রথম শিল্পী উমা দেব সূচনা করেন উপত্যকার বিশিষ্ট গীতিকার বাপী দত্তরায়ের লেখা ও অনুপম চৌধুরীর সুরারোপিত একটি গানের মধ্য দিয়ে । ক্রমে পরিবেশন করেন আশা ভোঁসলে, সুপ্রকাশ চাকি লতা মঙ্গেশকর, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী ৮টি গান। সুরেলা কন্ঠে শিল্পী যথাসাধ্য দর্শকদের মন জয় করার চেষ্টা নিয়েছেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন বিশ্বজিত দেব ও সিন্থেসাইজারে সন্দীপ ভট্টাচার্য । পরবর্তী শিল্পী আবৃত্তিকার শুভ্রা ভট্টাচার্য । শিল্পী তার কবিতার ডালি সাজান রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষা, কাজী নজরুল ইসলামের দে দোল দোল, সুপ্রদীপ দত্তরায়ের ঝড় ও আবারো রবীন্দ্র কবিতা ‘কৃষ্ণকলি। সবশেষ শিল্পী ছিলেন মাউথ অর্গান বাদক তাপস চক্রবর্তী । এককালের খুব জনপ্রিয় যন্ত্র মাউথ অর্গান ইদানীং অনুষ্ঠান মঞ্চে খুব কম বাজতে শোনা যায় ।প্রয়াসের অনুষ্ঠানে সেই মাউথ অর্গান দাপটের সঙ্গে পরিবেশন করেন শিল্পী তাপস চক্রবর্তী। শিল্পীর পরিবেশনায় ছিল একেএকে রবীন্দ্রনাথ, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার , ভুপেন হাজারিকা, শ্যামল মিত্র, মান্না দে, টাইটানিকের বিখ্যাত গান এবং অবশ্যই একটি লোকগীতি । শিল্পীর পরিকল্পনা প্রশংসনীয়, পরিবেশনা ছিল সাবলীল এবং প্রচুর অনুশীলনের ফসল । শিল্পীকে সহযোগিতা করেন হ্যান্ডসোনিকে পরিমল দাস, গিটারে শ্রীজয় চক্রবর্তী ও বিশ্বজিত চক্রবর্তী । দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য, অনুষ্ঠানের বিরতিতে দূরদর্শন আয়োজিত বরাক আইডল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সংস্থার সদস্যা মুক্তা দাসের কন্যা পুষ্পাঞ্জলি দাসকে মানপত্র সহ বিশেষ সম্বর্ধনা জানান সংস্থার পক্ষ থেকে অরিন্দম ভট্টাচার্য ও সুপ্রদীপ দত্তরায়। সংস্থা পুষ্পাঞ্জলির সঙ্গীত জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিপ্লব বিশ্বাস।