Barak UpdatesBreaking News

মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জখম ৬
Road accident at Mahasarak, 6 injured

৯ নভেম্বর : শিলচর ও উধারবন্দের মধ্যবর্তী ময়নারবন্দ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তি জখম হয়েছেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ যাত্রী নিয়ে একটি অটোরিক্সা মহাসড়ক ধরে উধারবন্দ যাচ্ছিল। তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট‍্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজমল হোসেন লস্কর (৩০) চারযাত্রী সহ অটো নিয়ে উধারবন্দ যাওয়ার পথে ময়নারবন্দ ওভারব্রিজের পাশে উধারবন্দের দিক থেকে আসা ট‍্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতেই গুরুতর আহত হন অটোচালক সহ চারযাত্রী। অটোচালক রংপুরের বাসিন্দা বলে জানা গেছে।

অটোচালক ছাড়া অন্য আহতরা হলেন রফিকুল জামান(৫০) , সোহানা বেগম (১২), জাহিদ উদ্দিন(৯), রুমেনা বেগম (৪৫), বিলকিছ হোসেন (৩৮) । এরা সবাই শিবসাগর জেলার ডবকার বাসিন্দা। তবে আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিকে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর। তারা গাড়ি দূটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, ময়নারবন্দ এলাকায় থাকা মহাসড়কের ওভারব্রিজের একদিক বন্ধ থাকায় অন‍্যদিক দিয়ে গাড়ি চলাচল করে । এতে প্রায় সময়ই দূর্ঘটনা লেগেই থাকে। তারা অতিসত্ত্বর বন্ধ সড়কটি খুলে দেওয়ার দাবি জানান। কিছুদিনের মধ‍্যে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া না হলে মহাসড়কে অবরোধ গড়ে তুলবেন বলে তারা হুমকি দেন।

November 8: In an incident of road accident in between Udharbond and Maynarband area of Mahasarak, 6 people were injured at around 11 AM on Friday. An auto rickshaw was going towards Udharbond. Meanwhile, a taxi coming from the opposite direction had a head to head collision.

Eye witnesses have revealed that Ajmal Hussain Laskar (30) had 4 passengers in his auto. He just reached near the Maynarband over bridge, when a taxi coming from the opposite direction hit the auto. As a result, the four passengers in the auto along with its driver were severely injured.

Apart from the auto driver, the others who were injured are Rafikul Haman (50), Jahid Uddin (9), Bilkich Hussain (38) and Sohana Begum (12). They all are inhabitants of a place called Daboka in Sibsagar district. It has been learnt that the injured are in a serious condition. All of them have been taken to Silchar Medical and Hospital.

Meanwhile, Asit Sutradhar, O.C. of Udharband Police Station rushed to the spot and seized the two vehicles. The incident led to an outburst of anger among the local people. They alleged that at the Moynarband area of Mahasarak, vehicles could run on only one side while the other side has been closed since long. This has resulted in numerous accidents at this spot. They demanded that the other portion of the road be immediately opened or else they will be launching a vigorous agitation.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker