Barak UpdatesAnalyticsCultureBreaking News

মহালয়ায় রূপসী বাংলা চ্যানেলে বগলামুখীর চরিত্রে শিলচরের অদ্রিতা

ওয়েটুবরাক, ১০ অক্টোবরঃ এ বার মহালয়ার ভোরে শিলচরবাসীর জন্য এক বিশেষ আকর্ষণ অপেক্ষা করছে। টিভির নব ঘোরালেই রূপসী বাংলায় দেখা যাবে ঘরের মেয়ে অদ্রিতাকে। কৃষ্ণেন্দু বিশ্বাস নির্দেশিত ব্রহ্মাস্ত্র স্বরূপিনী-তে তিনি মা বগলামুখী চরিত্রে অভিনয় করেছেন। মদনাসুরকে বধ করতে দেখা যাবে তাঁকে। মদনাসুর চরিত্রে অভিনয় করেছেন শুভঙ্কর।

Rananuj

অদ্রিতা শিলচর তারাপুর শিববাড়ি রোডের দেবব্রত চক্রবর্তী ও দীপ্তি চক্রবর্তীর কন্যা। গুরুচরণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে গত নয় বছর ধরে কাজ করছেন মডেলিং দুনিয়ায়। গুয়াহাটি-কলকাতার নানা বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। সে জায়গায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অদ্রিতা। সেই সুবাদেই এ বার অডিশন দেন টলি ক্লাব প্রডাকশনের ব্রহ্মাস্ত্র স্বরূপিনীর মা বগলামুখী চরিত্রের জন্য। অনেককে টেক্কা দিয়ে অভিনয় প্রতিভার জোরে তিনিই মনোনীত হন। এই শো-র মাধ্যমেই টেলিভিশন দুনিয়ায় যাত্রা শুরু হবে অদ্রিতার। এখন অভিনয় জগতে আরও কাজের ইচ্ছে রয়েছে শিলচর-তনয়া অদ্রিতার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker