Barak UpdatesBreaking News

মশাল মিছিলে চিনা সামগ্রী বর্জনের ডাক
Torch Rally held, appeal to boycott Chinese goods

৩১ অক্টোবর : চিনা সামগ্রী ব্যবহার করে ভারতের অর্থনীতিকে প্রকারান্তরে দুর্বল করে দিচ্ছি আমরা। এই বার্তা প্রচার করে চিনে তৈরি সামগ্রী বর্জনের আহবান জানাল সীমান্ত চেতনা মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চের পক্ষ থেকে এক মশাল মিছিল শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। প্রতিবাদকারীরা মিছিলে স্লোগান দিয়ে পরিবেশ সরগরম করে তোলেন।

এই মিছিলে তরুণ প্রজন্মের অনেককে অংশ নিতে দেখা গেছে। চেতনা মঞ্চের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক বলেন, সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এ বছর সব মাস জুড়েই এই সচেতনতা আন্দোলন চলবে। কাছাড় জেলার একাধিক স্থানে এই কর্মসূচি আয়োজন করা হবে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শিলচরে এর সূচনা হয়েছে। তাঁর কথায়, চিনা সামগ্রী ক্রয় করে এ দেশের মানুষ চিনকে অর্থসাহায্য করছেন। চিন এই অর্থ দিয়ে পাকিস্তানকে সহায়তা করছে। আবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সক্রিয় রেখেছে। সন্ত্রাসীরা প্রায় প্রতিদিন একজন নিরাপত্তা জওয়ানকে হত্যা করছে। ফলে চিনা সামগ্রী ক্রয় করার অর্থ পরোক্ষভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদে সাহায্য করা। চেতনা মঞ্চের পক্ষ থেকে এইসব কারণ দর্শিয়ে চিনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে।

মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, ভারতীয় প্রত্যেকে, আমাদের মা, বোন, বাবা অনেক কষ্ট করে অর্থ রোজগার করেন, আর তা চিনের কাছে চলে যাবে, তা কোনও অবস্থাতেই মানা যায় না। তাছাড়া ভারতে তৈরি সামগ্রী কিনলে এ দেশের অর্থনীতি মজবুত হবে বলেও মঞ্চ উল্লেখ করে।


English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker