India & World UpdatesAnalyticsBreaking News
মন কি বাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জোর প্রধানমন্ত্রীর
২৬ ডিসেম্বর ঃ দেশের করোনা ও ওমিক্রন পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাতে। একইসঙ্গে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি। চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে রবিবার মনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশ আজ করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এটা কেবলমাত্র জনশক্তির মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব হয়েছে। দেশে টিকাকরণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এতেই আমাদের দেশের গবেষকদের উদ্ভাবনী শক্তি ও সাধারণ মানুষের বিশ্বাস ফুটে উঠছে। করোনাকালে একটি পরিবার হিসাবে দাঁড়িয়েছিল গোটা দেশ। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট, ওমিক্রন প্রবেশ করেছে। এই সময়ে আমাদের অতি সতর্ক থাকতে হবে এবং সর্বক্ষণ করোনা বিধি মেনে চলতে হবে। নতুন বছরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে করোনার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রচেষ্টা যাতে আরও বৃদ্ধি পায়।”
নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার জন্য় বইয়ের থেকে ভাল বিকল্প কিছু হতে পারে না, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ জানিয়ে বলেন, “আসুন, বই পড়াকে আরও জনপ্রিয় করে তুলি। আমি সকলকে বলছি আপনারা জানান এই বছর কী কী বই পড়েছেন। এর মাধ্যমে বাকিরাও ২০২২ সালের জন্য তাদের বইয়ের তালিকা তৈরি করে নিতে পারবেন”। প্রতি বছরের মতো ২০২২ সালেও ছাত্র-ছাত্রীদের জন্য় “পরীক্ষা পে চর্চা” অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদি।
মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সাত বছর ধরে আমাদের মন কি বাত অনুষ্ঠান সাধারণ মানুষকে আরও ভাল, আরও উন্নতি করার অনুপ্রেরণা জুগিয়েছে। ব্যক্তি, সমাজ ও দেশের ভাল দিক গুলি তুলে ধরে আরও সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, “আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, সংবাদমাধ্যমে প্রচার, খবরের কাগজের হেডলাইন থেকে দূরে থেকেও এমন বহু মানুষ রয়েছেন, যারা দারুণ কাজ করছেন। তারা নিজেদের বর্তমানকে ব্যয় করছেন দেশের ভবিষ্যৎ তৈরি করার জন্য। দেশের আগামী প্রজন্ম যাতে সুষ্ঠ সমাজ, পরিবেশ পায়, তার জন্য তারা মন-প্রাণ দিয়ে পরিশ্রম করছেন। এই ধরনের মানুষদের কথা আলাদাই একটা প্রশান্তি দেয় ও অনুপ্রেরণা জোগায়।” চলতি মাসেই তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সহ ১৪ জনের। সেই ঘটনার কথা স্মরণ করে সকলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী