India & World Updates
মনোনয়ন বাতিল, মোদির বিরুদ্ধে লড়া হচ্ছে না তেজবাহাদুরের
সেনা জওয়ানদের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলে চাকরি খুইয়েছিলেন তেজবাহাদুর। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন পদস্থ কর্তাদের বিরুদ্ধে। সেই বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব এ বার লোকসভা ভোটে বারাণসী থেকে সমাজবাদী পার্টির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছিলেন।
কিন্তু কেন বাতিল হল তাঁর মনোনয়ন? বারাণসীর নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও কর্মী দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার জন্য বরখাস্ত হলে তিনি পাঁচ বছর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সেই বিষয়েই নথিপত্র চাওয়া হয়েছিল তাঁর কাছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি তেজবাহাদুর। তাই তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।
মঙ্গলবার দুুপুরে নির্বাচন কমিশন তেজবাহাদুরকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিল, তিনি বিএসএফ থেকে বরখাস্ত হয়েছিলেন কি না। সেই বিষয়ে নথিপত্রও চেয়ে পাঠিয়েছিল কমিশন। সময়সীমা ছিল মঙ্গলবারই সন্ধে সওয়া ৬টা। এ দিন মনোনয়ন বাতিলের ঘোষণার পর সমাজবাদী পার্টির প্রার্থী বলেন, ‘‘মঙ্গলবার সন্ধে ৬টা ১৫ মধ্যে আমাকে নথিপত্র জমা দিতে বলা হয়। আমরা বুধবার বেলা ১১টা পর্যন্ত সময় চেয়ে নিই। সেই সময়ের মধ্যে নথিপত্র জমাও দিয়েছি। তার পরও আমার মনোনয়ন বাতিল হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব।’’