India & World UpdatesAnalyticsBreaking News
মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী মোহন যাদব
ভোপাল, ১১ ডিসেম্বর : অবশেষে সব জল্পনা কল্পনার অবসানে সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হল। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ৭ দিন পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব।
সোমবার বিকেল ৪টা নাগাদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য বিজেপি বিধায়নী দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ তিনজন বিজেপি নেতা পর্যবেক্ষক হিসেবে ভোপালে আসেন। বিধায়নী দলের সভায় পর্যবেক্ষকরা বিধায়কদের সঙ্গে আলোচনা করেন। এরপরই একটি নাম সর্বসম্মতভাবে স্থির করে তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়।
মোহন যাদবের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ১৯৮২ সালে। বিজ্ঞান কলেজে ছাত্র রাজনীতি দিয়ে হয়েছিল হাতেখড়ি। সায়েন্স কলেজে প্রথমে যুগ্ম সম্পাদক, পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহন যাদব। তবে, তখনও বিজেপি বা আরএসএস-এর সংস্পর্শে আসেননি তিনি। ১৯৮৪ সালে, আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন মোহন।
সদ্য সমাপ্ত নির্বাচনে উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়েছেন মোহন যাদব। কংগ্রেস প্রার্থী চেতন প্রেমনারায়ণ যাদবকে তিনি ১২,৯৪১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মোহন পেয়েছেন ৯৫,৬৯৯ ভোট। যার ফলে এই কেন্দ্র থেকে তিনি একটানা তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হলেন। ১৯৬৫ সালের ২৫ মার্চ উজ্জয়িনেই জন্ম হয়েছিল তাঁর। বহু বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবেও যথেষ্ট সাফল্য পেয়েছেন।