NE UpdatesBarak UpdatesBreaking News

মণিপুরে শান্তি পুনঃস্থাপনে রাষ্ট্রপতির উদ্দেশে  বিশ্ব হিন্দু পরিষদের আর্জি

সোনাইয়ে শান্তি মিছিল, সার্কল অফিসারকে স্মারকপত্র পেশ

ওয়েটুবরাক, ১৯ জুনঃ জাতিদাঙ্গায় বিগত ৪৫ দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে রয়েছে আসামের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর । অশান্ত মণিপুরে শান্তি পুনঃস্থাপন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ।

এদিন এব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সোনাই কালীবাড়ি থেকে এক শান্তি মিছিল বের হয় ৷ মিছিলটি সোনাই রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। পরে সংস্থার তরফে সোনাইর সার্কল অফিসার মারিয়া তানিমের হাতে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়৷ তাতে বিশ্ব হিন্দু পরিষদ অনতিবিলম্বে মণিপুরে স্থায়ীভাবে শান্তি ফিরিয়ে আনা সহ জনজীবন স্বাভাবিক করে তোলার জোরালো দাবি জানায়।

স্মারকপত্র প্রদানের পর পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের সেবাপ্রমুখ গোপাল ভট্টাচার্য জানান, মণিপুরে গত ৩ মে থেকে এ পর্যন্ত যে জাতিদাঙ্গা চলছে, এতে হাজার হাজার মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা৷ বহু লোকের প্রাণহানি হয়েছে৷ চলছে লুটতরাজ৷ জনজীবন বিভীষিকাময় হয়ে উঠেছে। জঙ্গলে অনেক মৃতদেহ এখনও পড়ে থাকার আশঙ্কা রয়েছে, হয়তো এগুলি শনাক্ত হয়নি এখনও। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গোপালবাবু অচিরে এ বিষয়ে সমাধান সূত্র বের করতে মণিপুর সরকার, ভারত সরকার, স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনীর নিকট আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার এবং প্রশাসন তাদের কর্ম পরিকল্পনা এমন ভাবে তৈরি করুন, যাতে অতি দ্রুত ভারতীয়দের নিজেদের মধ্যে চলা জাতিদাঙ্গা অচিরেই বন্ধ হয় এবং স্থায়ী সমাধান বের হয়। মণিপুরে পুনরায় শান্তি স্থাপন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের নিকট জোরালো দাবি করেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভারত সরকার, মণিপুর সরকার এবং প্রশাসনের নিকট এও দাবি জানানো হয় যে, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন এবং জাতিদাঙ্গায় যাদের বসতবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, তাদের পুনর্বাসন সহ পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, জল ইত্যাদির জন্য যেভাবে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকেও পরিত্রাণের উপায় বের করে জনজীবনকে স্বাভাবিক করে তোলা এবং সর্বাবস্থায় মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

এদিন সোনাই সার্কল অফিসারের কাছে স্মারকপত্র প্রদানের সময় গোপালবাবু ছাড়াও উপস্থিত ছিলে, বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাশ, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহ সভানেত্রী চম্পা দাস, সহ সম্পাদক সন্তোষ দেব, সোনাই প্রখণ্ড সভাপতি রথীশ দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker