India & World UpdatesAnalyticsBreaking News

মণিপুরে বিধায়কের বাড়িতে পুলিশের চুরি যাওয়া অস্ত্রের ভাণ্ডার

মণিপুর পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া যাওয়া প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে। এর মধ্যে রয়েছে একটি ৯ এমএম বোরের পিস্তল, একটি মার্কিন বেরেটো পিস্তল, একটি ইতালিয়ান বেরেটো পিস্তল, একটি দোনলা বন্দুক ও একটি একনলা বন্দুক। সঙ্গে প্রচুর কার্তুজ। ৯ এম বোরের পিস্তলটি চুরি যাওয়ার পর উদ্ধার করে অস্ত্রাগারে রেখেছিল পুলিশ। মার্কিন বেরেটো পিস্তল ও দোনলা বন্দুকটির লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। ইতালিয়ান বেরেটো পিস্তল ও একনলা বন্দুকটি বেআইনি রাখার দরুন আগে বাজেয়াপ্ত করা হয়েছিল।এইসব ছাড়াও মণিপুরের কংগ্রেস বিধায়ক এস ইয়ামথং হাওকিপের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২৬ লক্ষ ৪০ হাজার টাকা এবং ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার।

Rananuj

মণিপুর পুলিশের অস্ত্রাগার থেকে ৫৬টি পিস্তল খোয়া গিয়েছিল। এর তদন্তে নেমে কিছুদিন আগে ৯জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের জেরা করেই হাওকিপের কথা জানা যায়।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker