NE UpdatesBarak UpdatesBreaking News
মণিপুরে ঢুকতেই লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট, নয়া নির্দেশ
১৭ এপ্রিল ঃ মণিপুরে ঢুকতে গেলে এ বার কোভিড ভ্যাকসিনের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে। মণিপুর সরকার এ বিষয়টি বাধ্যতামূলক করেছে। রাজ্য সরকারের এই নয়া নির্দেশ ১৮ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। মণিপুর সরকারের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিবের স্বাক্ষর করা এই নির্দেশে বলা হয়েছে, বিমানযোগে বা সড়কপথে যে কোনও ব্যক্তিকে মণিপুরে প্রবেশ করতে হলে তার কাছে নিজের নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট থাকতে হবে। আর তাও মণিপুরে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যের রিপোর্ট হতে হবে। এই নির্দেশে এও বলা হয়েছে, সব সেনা বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের মণিপুরে প্রবেশের সময় কোভিড-১৯ টেস্ট করতে হবে।
মণিপুর পুলিশের কোভিড-১৯ নোডাল অফিসার তথা আইজিপি জানান, মাস্ক না পরার জন্য ও প্রকাশ্য স্থানে থুথু ফেলার জন্য রাজ্যে ২৮৪ জনকে জরিমানা করা হয়েছে। এদের কাছ থেকে ৪৫ হাজার ৩৫০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে।