NE UpdatesAnalyticsBreaking News
মণিপুরে আসাম রাইফেলস বহাল রাখতে এ বার ১০ জনজাতি বিধায়কের চিঠি মোদিকে
ইম্ফল, ১০ আগস্ট ঃ মণিপুরের পরিস্থিতি যেন কোনওভাবেই ঠিক হতে চাইছে না। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসাম রাইফেলসের সঙ্গে বেশ কয়েকটি সামরিক বাহিনীকে অশান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। এনিয়েও এক ভিন্ন ছবি দেখা গিয়েছে হিংসাদীর্ণ রাজ্যটিতে।
বুধবার মনিপুরের ৪০ জন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনিপুর থেকে আসাম রাইফেলসের দল প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার শাসকদলের অন্য ১০ জন জনজাতি বিধায়কের একটি দল প্রধানমন্ত্রীকে মনিপুরে আসাম রাইফেলসকে বহাল রাখার আবেদন জানান।
রাজ্যের কুকি-জো-মার জনজাতি সম্প্রদায়ের ১০ জন বিধায়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করা একটি স্মারকপত্রে উল্লেখ করেছেন, আসাম রাইফেলসকে রাজ্য থেকে প্রত্যাহার করা উচিত হবে না, কারণ এতে জনজাতি সম্প্রদায়ের লোকদের সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি হতে পারে এবং বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। স্মারকপত্রে উল্লেখ করা অনুযায়ী, ‘আমরা বিনম্রভাবে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং পুনরায় শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে বাফার জোনগুলোতে নিয়ম লঙ্ঘন না করার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে নির্দেশ দিতে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি।’
এর পাশাপাশি বিধায়করা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রেরণ করা একটি স্মারকপত্রে উল্লেখ করেছেন, মনিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসাম রাইফেলস অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কঠোর পরিশ্রম করছে। বর্তমানে মনিপুর পুলিশ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে আসাম রাইফেলস ব্যাটেলিয়নকে প্রত্যাহার করার কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি মনিপুর পুলিশ আসাম রাইফেলস জওয়ানদের দায়িত্ব পালন করতে বাধা দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া কাহিনী সাজিয়ে এজাহার দাখিল করা শুরু করেছে।
প্রসঙ্গত বুধবার মৈতেই সম্প্রদায়ের ৪০ জন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মণিপুর থেকে আসাম রাইফেল প্রত্যাহার করার জন্য এবং সেখানে অন্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন।