Barak UpdatesAnalytics
মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সুরভারতীর সমাবর্তন

ওয়ে টু বরাক, ১০ ফেব্রুয়ারি : দেশের অন্যতম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের ২০২৫ সালের আসাম রাজ্যের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান ‘বরাক’ ১১ ফেব্রুয়ারি শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালেই দিল্লি, মুম্বাই, বাঁকুড়া-পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব বর্ধমান সহ একাধিক স্বানে জোনাল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের উচ্চ বর্ষের শংসাপত্র পেয়েছেন।
এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের দ্বারা মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন, যা সমাবর্তন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। অনুষ্ঠানে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সভাপতি অরিজিৎ চক্রবর্তী উপস্থিত থাকবেন। তার নেতৃত্বে সমাবর্তন অনুষ্ঠানটি হবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।