Barak UpdatesAnalyticsCultureBreaking News
মঙ্গলবার থেকে শিলচরে থিয়েটার পরব
উদ্বোধনী বিকেলে র্যালি-নাট্য সম্মাননা, ছয় দিনের আসরে থাকছে তিন রাজ্যের ১০ দলের ১১টি নাটক
ওয়ে টু বরাক, ১৮ ডিসেম্বর : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আজকের প্রজন্ম থিয়েটার ও রেস থিয়েটারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘থিয়েটারের পৌষ পরব’ নামের নাট্যোৎসব। শিলচর গান্ধীভবনে এই নাট্যোৎসবের সহযোগিতায় রয়েছে শিবদুর্গা ক্লাব। বলা বাহুল্য, ২০২১ থেকে শুরু হওয়া এই বার্ষিক নাট্যোৎসবে এবার তিন রাজ্যের নানা প্রান্তের নাট্য দল অংশগ্রহণ করছে। প্রথমদিন জাঁকালো উদ্বোধনের পর পরের টানা পাঁচ দিন রয়েছে একের পর এক ১১টি নাট্য প্রযোজনা। শুধু তাই নয়, গান্ধীভবন চত্বরে পরবের মেজাজ ছড়িয়ে দিতে থাকছে গান-বাজনা, স্ট্যান্ডআপ কমেডি। যেহেতু নাট্যোৎসবের নামের সঙ্গে ‘পৌষ’ শব্দটি জুড়ে আছে, তাই পিঠেপুলির ব্যবস্থা থাকার কথাও জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. ইন্দ্রনীল দে।
মঙ্গলবার উদ্বোধনী পর্বে বিকেল চারটা থেকে রয়েছে নাট্য শোভাযাত্রা। এতে শহরের নাট্যকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিকেল পাঁচটা থেকে গান্ধীভবন প্রেক্ষাঘরে রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধক হিসেবে থাকবেন বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব বিধান চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিশিষ্টজনরা। এ দিনের শেষ পর্বে থাকছে সম্মাননা। প্রতিবারের মতো এ বারও যুব নাট্য সম্মাননা প্রদান করবে আজকের প্রজন্ম ও রেস থিয়েটার। এছাড়াও এ বার নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক চিত্রভানু ভৌমিককে। নাট্য সংগঠকের সম্মান পাবেন রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। এ বার যে যুবারা নাট্য সম্মান পাবেন তাঁরা হলেন-দেবাশিস চক্রবর্তী (নাট্যাঙ্গন), নয়না চৌধুরী ও কাশী বিশ্বনাথ দাস (দশরূপক), বিপ্লব দাস (হাইলাকান্দি বিবর্তন), চিরঞ্জীব ভট্টাচার্য (করিমগঞ্জ থিয়েটার কমিউন ও নান্দনিক শিলচর), মিঠুন রায় (পথিক নাট্য সংস্থা ও নয়া গ্রুপ), অমরজিৎ পাণ্ডে (রেস থিয়েটার), পল্লব ভট্টাচার্য ও সায়ন্তনী পাল মিঠি (ভাবীকাল থিয়েটার গ্রুপ)।
বুধবার থেকে শুরু হয়ে যাবে নাট্য আসর। প্রথমদিনই নাটক মঞ্চস্থ করবে আগরতলার কলাভূমি ও ভাবীকাল থিয়েটার গ্রুপ। কলাভূমি প্রদর্শন করবে বিদ্যুৎজিৎ চক্রবর্তী বিল্টনের নির্দেশনায় লালন ফকিরের ওপর নাটক ‘সৃজন হবে কবে’। শান্তনু পালের নির্দেশনায় ভাবীকালের নাটক ‘কোর্ট মার্শাল’। পরের দিন, বৃহস্পতিবার করিমগঞ্জের নতুন নাট্য দল সংলাপ পরিবেশন করবে তাদের নাটক সিদ্ধার্থ ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘আমার ঘরের জোসনা কই’? এ দিনের দ্বিতীয় নাটক দশরূপক সাংস্কৃতিক সংস্থার ‘বিবাদ’। রচনা ও নির্দেশনায় চিত্রভানু ভৌমিক। শুক্রবার রয়েছে তিনটি নাটক। এ দিন প্রথম ও শেষ নাটকটি পরিবেশন করবে পশ্চিমবঙ্গের নৈহাটি রঙ্গসেনা। ধ্রুপদ ঘোষের নির্দেশনা এবং অভিনয়ে বহুচর্চিত প্রযোজনা ‘শ্রীচরণকমলেষু’ পরিবেশন করবে তারা। এ দিনই রয়েছে আগরতলার নাট্যভূমি গ্রুপ থিয়েটারের নাটক ‘সরল বার্তা’। চিন্ময় রুদ্রপালের নির্দেশনা।
শনিবার ত্রিপুরা ধর্মনগরের বর্ণমালা নাট্যদল পরিবেশন করবে তাদের নাটক অসমাপন। এ দিনই শিলচরের নান্দনিক পরিবেশন করবে প্রয়াত বিশ্বজিৎ চৌধুরীর লেখা এবং দীপঙ্কর চন্দের নির্দেশিত নাটক ‘আলো আঁধারে’। অন্তিম দিন রয়েছে গুয়াহাটির দলের একটি অসমীয়া নাটক ‘প্রিয় বন্ধু’। গণনাট্য প্রযোজিত এই নাটকটি মূলত রিগিংয়ের মতো স্পর্শকাতর এক সত্য ঘটনার ওপর নির্মিত। যার নির্দেশনায় রয়েছেন নরেন পাটগিরি। আর, নাট্যোৎসব শেষ হবে রবিবার বিবর্তন থিয়েটার গ্রুপের নতুন নাটক ‘কাল হেমন্ত’ দিয়ে। রচনা ইন্দ্রনীল দে, নির্দেশনায় সায়ন বিশ্বাস। নাট্যোৎসবটি সফল করে তুলতে সংস্কৃতিপ্রেমীদের কাছে আর্জি রেখেছে রেস থিয়েটার ও আজকের প্রজন্ম। বিগত বছরগুলির মতোই দর্শকে টইটুম্বুর আসর হবে এটি, আশাবাদী উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক সায়ন বিশ্বাস।