Barak UpdatesBreaking News
ভোটের খবরঃ একনজরে
প্রতিটি ভোটকেন্দ্রে চুনাও পাঠশালা
১৮ মার্চ : কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের. ভোটাধিকার সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় ‘চুনাও পাঠশালা” স্থাপন করা হচ্ছে l SVEEP প্রকল্পের অধীনে ভোটগ্রহণ কেন্দ্রের বুথ লেভেল অফিসাররা চুনাও পাঠশালার কর্মধারা এমনভাবে সম্পন্ন করবেন যাতে ভোটের নির্ধারিত দিনের আগেই এটি সম্পূর্ণ করা হয় l
শিলচরে প্রতিদিন ৪০০ ভোটকর্মী প্রশিক্ষণ
১৮ মার্চ : কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে l ১৮ মার্চ থেকে ২০ মার্চ এবং ২৩ মার্চ এই প্রশিক্ষণ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে l শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল এবং কাছাড় হাইস্কুলে প্রতিদিন ৪০০ ভোট কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে l ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট সম্পর্কে সবিস্তারে প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দিকেও লক্ষ্য রেখে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে l
সোমবার প্রশিক্ষণ চলাকালীন প্রথম দিনে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন l
প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ২৩ মার্চ
১৯ মার্চঃ করিমগঞ্জ জেলার আসন্ন লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের কাজে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ আগামী ২৩ মার্চ থেকে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের ১১টি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে। কেন্দ্রগুলি হল, রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর কলেজ, আনিপুরে নারায়ণ নাথ এইচএস স্কুল, পাথারকান্দি সার্কলে মডেল এইচএস স্কুল, প্রেমময়ী সিনিয়র বেসিক মডেল ইনস্টিটিউট, নিলামবাজার সার্কলে এসভি বিদ্যানিকেতন, জফরগড় এক্সটেনডেড এইচএস স্কুল বারইগ্রাম, করিমগঞ্জ সার্কলে গভঃ এইচএস স্কুল, এমএমএমসি গার্লস এইচএস স্কুল ও পাবলিক এইচএস স্কুল, বদরপুর সার্কলে বদরপুর পাবলিক হাইস্কুল, এনসি কলেজ।