Barak UpdatesBreaking News
ভোটদানে সচেতনতা বাড়াতে চন্দ্রপ্রভা বাইদেওদের উপহার দিলেন জেলাশাসক
৯ এপ্রিল : আসাম রাজ্য গ্রামীণ লাইভলিহুড মিশনের জেলা মিশন ম্যানেজমেন্ট ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরের জেলা গ্রাম উন্নয়ন বিভাগের সভাকক্ষে কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক লায়া মাদ্দুরী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা চন্দ্রপ্রভা বাইদেও গণকে তাদের কাজে বিশেষ অবদানের জন্য উপহার তুলে দেন।
শিলচরের ডিআরডিএ-র সভাকক্ষে জেলাশাসক মাদ্দুরী জেলার বিভিন্ন চন্দ্রপ্রভা বাইদেওকে জানান যে, রাজ্যের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন ভোটার তথা মহিলা ভোটারদের সংখ্যা বৃদ্ধি সহ ভোটদানের নিয়ম, সচেতনতা, যোগ্য প্রার্থী নির্বাচন করে গোপনীয়তা রক্ষা, নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন আয়োগ এর নিয়ম নীতি মেনে আগামী ১৮ এপ্রিল সবস্তরের মানুষকে ভোটদানে উৎসাহিত করতে হবে। তাছাড়া চন্দ্রপ্রভা বাইদেওগণকে সুচারুরূপে কী কী ভাবে কাজ করে যেতে হবে এর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
সভায় ডিআরডিএ-র প্রকল্প সঞ্চালক রসরাজ দাস সহ জেলাস্তরের লাইভলিহুড মিশনের ডিপিএম সৌমিত্র দে ও অন্যান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। পরে এই চন্দ্রপ্রভা বাইদেওরা শিলচরে একটি সচেতনতা র্যালিতে অংশ নেন। এই র্যালির ফ্ল্যাগ অফ করেন জেলাশাসক। এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা সহ প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।