Barak UpdatesAnalyticsBreaking News
ভুবন তীর্থের মন্দির দিঘিতে স্নান না করার আবেদন
ওয়ে টু বরাক, ১৬ ফেব্রুয়ারি : শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভুবন পাহাড়ে মহা শিবরাত্রির পুজো এবং মেলা উপলক্ষে অংশগ্রহণকারী পুণ্যার্থীদের পাহাড় থেকে নামার সময় মতিনগর হয়ে নামতে দেওয়া হবে না। ভক্তদের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের বৃহত্তর স্বার্থের জন্য ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ১৯ ফেব্রুয়ারি সকাল ৫টা পর্যন্ত ভুবন পাহাড় থেকে মতিনগর হয়ে নিচের দিকে আসতে দেওয়া হবে না। ভুবনে অংশ নেওয়া কোনও ভক্তকে মদ বা নেশাজাতীয় দ্রব্য বহন করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সরকারি সূত্রে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
এদিকে, পুজো এবং মেলায় অংশ নেওয়া পূণ্যার্থীদের ভূবন তীর্থের মন্দির দিঘিতে স্নান না করতে পরিচালন কমিটি থেকে আবেদন জানানো হয়েছে। অপর্যাপ্ত জায়গা এবং বিশাল সংখ্যক তীর্থযাত্রীর তুলনায় কম জল থাকায় পরিচালন কমিটি থেকে এই স্নান না করার আবেদন জানানো হয়েছে। আরও বলা হয়েছে, ভুবন পাহাড়ের দুপাশে অর্থাৎ মতিনগর ও কৃষ্ণপুরের পাশে পাহাড়ের নীচে চেকপোস্ট তৈরি করা হবে। এর মাধ্যমে পুলিশ কর্মীদের সঙ্গে যৌথভাবে আবগারি আধিকারিকদের দ্বারা কঠোরভাবে চেকিং করা হবে। কৃষ্ণপুর রাস্তা দিয়ে মন্দিরের দিকে সরকারি যানবাহন যেমন এসডিআরএফ /পুলিশের যানবাহন বা জরুরি অবস্থার সঙ্গে সম্পর্কিত ছাড়া অন্য কোনও যানবাহনের অনুমতি থাকবে না। অন্যান্যদের কৃষ্ণপুরে চরণ মন্দিরের কাছে আরসিসি ব্রিজ পার হতে দেওয়া হবে না এবং সেতুর আগে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। মতিনগর /কৃষ্ণপুর পার্শ্ব পূজা কমিটি সকলের জন্য খাবার, বসার, আলোর অস্থায়ী শেড, পানীয় জল ইত্যাদি সমস্ত সুবিধার ব্যবস্থা করবে।