CultureBreaking News
ভিন্ন আঙ্গিকে ‘এসো বলি’র রবীন্দ্র জয়ন্তী
১০ মেঃ ফেসবুক পেজেই রবীন্দ্রজয়ন্তী উদযাপন করল ‘এসো বলি’। সংস্থার ২৩জন সদস্য মিলে কথায়, কবিতায়, নাচে, চিত্রাঙ্কনে মনোগ্রাহী করে তোলেন অনলাইন অনুষ্ঠান। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ শীর্ষক এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অদ্রিতা দত্ত, প্রতিজ্ঞা মোহন্ত, শ্বেতা রায়, সঙ্গীতা দাস, দেবস্মিতা বিশ্বাস, নেহা চক্রবর্তী, কৃষ্ণকলি পম্পা, পূজা পাল, পর্ণশ্রী দাস ও ওজস্বিনী দেব। 9 মাসের ছোট্ট শিশু অভিস্মিতাও সুরে সুর মেলায়।
চিত্ত যেথা ভয়শূন্য কবিতার বাংলা ও ইংরেজি ভার্সানের অংশবিশেষ আবৃত্তি করেন শিবম দাস, গ্রন্থিতা গোস্বামী, শুভজিত দাস, ঋতুরাজ ভট্টাচার্য, নিরূপম শর্মাচৌধুরী, দীপশিখা সরকার, পম্পী চক্রবর্তী, বুবু চৌধুরী, দিশা দাস ও জয়শ্রী দত্তচৌধুরী। বিভিন্ন আঙ্গিকে নাচে জুড়ে দেওয়া হয়, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘শোকাতরে ওই কাঁদিছে সকলে’ গানগুলি। এ ছাড়া আবহ সঙ্গীতে ‘কতবারো ভেবেছিনু’ ও ‘তুমি রবে নীরবে’র সুর যোগ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে চিত্রপট সাজিয়ে তোলেন দেবালয় ভাওয়াল ও অঙ্কিত দাস। শুরুতে প্রাসঙ্গিক কথা বলেন ‘এসো বলি’র সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত। শেষে অনুষ্ঠানটি কথায় কথায় সমাপ্তির দিকে নিয়ে যান দেবাশিস চক্রবর্তী সায়ন।
অনুষ্ঠানে ভিডিও এডিটিংয়ের সংয়োজক ছিলেন শুভজিত দাস। ভাবনা ও পরিচালনায় শ্বেতা রায়। বিশেষ সহযোগিতায় অর্জুন পাল।
Click to watch: https://www.facebook.com/488861935020039/posts/687903835115847/