Barak UpdatesBreaking News
ভাষাশহিদ স্টেশনের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র
৬ জুনঃ মুখ্যমন্ত্রী শিলচরে এলে এ বারও ভাষাশহিদ স্টেশন নামকরণের দাবি স্মরণ করিয়ে দেয় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। এই ইস্যুতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাতে মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয়। পরে শুধু দেবনাগরী, ইংরেজি ও বাংলায় নামটা কীভাবে লেখা হবে, গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে তা জানাতে রাজ্য সরকারকে বলা হয়েছিল।
কিন্তু আজও সেই ফাইল লালফিতের বাঁধন মুক্ত হতে পারেনি। সুব্রতবাবুর কথায়, অথচ বরাক উপত্যকার প্রতি সর্বানন্দ সোনোয়ালের মমত্ববোধ বিভিন্ন সময় ধরা পড়েছে। এই অঞ্চলের ভাষাশহিদদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ এই বছরের বাজেটেই লক্ষ্য করা যায়। তিনি এখানে ভাষাশহিদ সৌধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন। ওই সবের প্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের দাবি, রেলস্টেশনের নামবদলের সঙ্গে গোটা বরাক উপত্যকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগকে মর্যাদা দিয়ে দ্রুত গ্যাজেট নোটিফিকেশনের জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে আর্জি জানান।