India & World UpdatesAnalyticsBreaking News
ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে ২৪ দলকে আমন্ত্রণ খাড়গের
১১ জানুয়ারি : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় ২৪ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে মহা সমারোহে পালন করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২৪টি দলকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন।
৩০ জানুয়ারি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপনী কর্মসূচি হতে চলেছে। ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে ২৪টি দলের সভাপতিকে চিঠি লিখেছেন তিনি। মল্লিকার্জুন খাড়গে এই চিঠিতে লিখেছেন, ‘আমরা ঘৃণা ও হিংসার বিরুদ্ধে লড়াই করতে সৎ, সহানুভূতি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিতে চাই। সকলের জন্য স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায়বিচারের সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ এই চিঠি টুইট করেছেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। আমরা সেই দিনটিকে বেছে নিয়েছি সমাপনী উৎসবের দিন হিসেবে। মহাত্মার স্মৃতির উদ্দেশে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে। মহাত্মা গান্ধী সারা জীবন ঘৃণা আর হিংসার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। আদর্শ নিয়ে লড়াই করে তিনি হিংসার বলি হয়েছিলেন। আমরা সেই দিনটিকে স্মরণ করে বার্তা দিতে চাইছি সারা দেশকে।’ রাহুল গান্ধীর নেতৃত্ব চলা এই যাত্রাটি রাজ্যগুলির মধ্যে ৩৭৫০ কিলোমিটার পথে বিভিন্ন সম-মনোভাবাপন্ন দল ও সুশীল সমাজ অংশ নিয়েছিলেন।