India & World UpdatesBreaking News

বড় অঘটন! দেড়শ’ ফুট কুয়োয় দু’বছরের শিশু, চলছে উদ্ধার

৯ জুন : খেলতে গিয়ে বাড়ির কাছে একটি কুয়োর পড়ে গিয়েছিল দু’বছরের ছোট্ট শিশু৷ আড়াই দিন পরেও কুয়ো থেকে উদ্ধার করা সম্ভব হয়নি ফতেবীর সিংকে৷ তবে জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটির অনেক কাছাকাছি পৌঁছতে পেরেছে উদ্ধারকারীরা৷

পঞ্জাবের সাংরুর জেলায় বৃহস্পতিবার বিকেল ৪টের সময় বাড়ির কাছে ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যায় ফতেবীর৷ তারপর কেটে গিয়েছে ৫৫ ঘণ্টা৷ শিশুটি এখন কুয়োর ভেতর অচৈতন্য হয়ে পড়েছে বলে জানা গেছে৷ খবরটি শোনার পর থেকে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ ছেলে যাতে বেঁচে ফিরে আসে তার জন্য সর্বক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করেই চলেছে বাবা-মা৷

শিশুটিকে উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ ঘটনাস্থলে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জওয়ানদের৷ গ্রামবাসীরাও শিশুটিকে উদ্ধারে এগিয়ে এসেছেন৷ অগভীর কুয়ো থেকে শিশুটিকে বের করে আনতে পাশেই সমান্তরাল গর্ত খোড়া হয়েছে৷ যার ভিতর ৩৬ ইঞ্চির মোটা সিমেন্টের পাইপ ঢোকানো হয়েছে৷ পাইপটি ১০৫ ফুট গভীরতা অবধি পৌঁছানো গিয়েছে৷ সব কাজ ঠিকমতো এগোলে রবিবারের মধ্যে শিশুটিকে বের করে আনা সম্ভব হবে৷

এদিকে শিশুটির যাতে শ্বাস প্রশ্বাসে কষ্ট না হয় তার জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ শিশুটির অবস্থান জানতে কুয়োর ভিতর একটি ক্যামেরা ঢোকানো হয়৷ তখনই জানা যায় ভেতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ফতেবীর৷ ডাক্তারদের একটি টিমও সেখানে পাঠানো হয়েছে৷ রয়েছে অ্যাম্বুলেন্সও৷ কুয়ো থেকে বের করে আনার পর শিশুটির চিকিৎসা যাতে দ্রুত শুরু করা যায় তার জন্যই এই ব্যবস্থা৷ এর আগে মার্চ মাসেই হরিয়ানার হিসারে ১৮ মাস বয়সী একটি শিশু অগভীর কুয়োয় পড়ে যায়৷ দু’দিন পর তাকে সেখান থেকে বের করে আনা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker