NE UpdatesAnalyticsBreaking News
ব্রহ্মপুত্রে চিনের বৃহত্তর নদীবাঁধ নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা কংগ্রেসের
গুয়াহাটি, ৭ জানুয়ারি : চিনের তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সর্ববৃহৎ নদীবাঁধ নির্মাণের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এর বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তীব্র প্রতিবাদ না জানিয়ে নিয়মমাফিক উদ্বেগ প্রকাশ করে দায়িত্ব সেরেছে।
উল্লেখ্য, এর আগে অসমের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চিনে ব্রহ্মপুত্র নদের উপর নদীবাঁধ নির্মাণ বন্ধ করার জন্য তদানীন্তন কংগ্রেস সরকারকে আর্জি জানানোর পর চিনের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করেনি। এখন আবার চিন তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের সর্ববৃহৎ নদীবাঁধ নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি সরকার কঠোর ভূমিকা গ্রহণ করেনি বলে সমালোচনা করেন কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ।
গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠক করে সাংসদ বরদলৈ বলেন, গত ২৫ ডিসেম্বর চিন তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের সর্ববৃহৎ নদীবাঁধ নির্মাণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। এ ব্যাপারে কেন্দ্র সরকার শুধুমাত্র নিয়মমাফিক উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা করেনি।
তিনি আরও বলেন, ২০১২ সালে কংগ্রেস নেতৃত্বাধীন অসম সরকার ব্রহ্মপুত্রের উপর বৃহৎ নদীবাঁধ নির্মাণের ভয়াবহতা সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করেছিল। এই প্রতিবেদন প্রস্তুত কমিটির নেতৃত্ব তিনি নিজে দিয়েছিলেন। হিমন্তবিশ্ব শর্মাও এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটি একটি প্রতিবেদন তৈরি করে তদানীন্তন কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে প্রদান করেছিল। এ ব্যাপারে এই প্রতিবেদনটির পরামর্শ কার্যকর করার ক্ষেত্রে অরুণাচল সরকার আপত্তি তোলায় বিভিন্ন পরামর্শ লাগু করতে অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু পরবর্তী সময়ে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর এই প্রতিবেদনটির কাজ আর এগোয়নি।