Barak UpdatesCulture
ব্যতিক্রমী বিজয়া সম্মেলন আর্য সংস্কৃতির
১২ অক্টোবরঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রতিটি কাজেই ব্যতিক্রমী ছোঁয়া। বিজয়া সম্মেলনে আরও স্পষ্ট ধরা পড়ে। বিজয়া দশমীর পর পারস্পরিক শুভেচ্ছা জানাতে সদস্যরা মিলিত হন। খালি হাতে কি কেউ কোথাও শুভেচ্ছা জানাতে যান! ফলে সবাই যে যার মতো খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হন।
এই করে আহারের স্তুপ জমে সম্মিলনী-স্থলে। আলাপ-আলোচনা, গান-বাজনা সবই চলে। শেষে হয় মিষ্টিমুখ। সঙ্গে নোনতা।এ বারের বিজয়া সম্মেলন হয় গত বুধবার সন্ধ্যায়। সংগঠনের মুখ্য আহ্বায়ক গৌতম ভট্টাচার্য আর্য সংস্কৃতির ওপর বিস্তারিত আলোচনা করেন। সঙ্গীত পরিবেশন করেন সাগরিকা ভট্টাচার্য, আদিত্য দিবাকর, অরিন্দম চক্রবর্তী ও অপরাজিত ভট্টাচার্য। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন অরিন্দম সায়ন্তন ভট্টাচার্য।
বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়ন্তী দত্ত, জয়ন্তী চক্রবর্তী, শিবাণী দেবী, কৃষ্ণা চক্রবর্তী ও শেফালি রায়। ছিল সমবেত সঙ্গীত এবং শেষে ধামাইল নাচ। প্রথা মেনে এ দিনও বন্দেমাতরম গানে অনুষ্ঠানের সূচনা ঘটে। সমাপ্ত হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।