Barak Updates
ব্যতিক্রমী প্রয়াস উদয়ের পথে-র
১৫ আগস্টঃ সম্মানিত করার এক ব্যতিক্রমী প্রয়াস নিল এনজিও উদয়ের পথে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমন মানুষদের সংবর্ধনা জানাল তারা, যারা সমাজে অপরিহার্য, কিন্তু তাদের ডেকে কেউ ভালো কাজের জন্য প্রশংসা করেন না। তাঁদের মধ্যে রয়েছেন নৃত্যময়ী বিদ্যালয়ের প্রহরী অজয় দাস, সুন্দরীমোহন সেবাভবনের সেবক যুগল দে ও সেবিকা আয়েশা বিবি ও কুটি বিবি, রেডক্রশ সোসাইটির কর্মী কাঞ্চন গোস্বামী ও ডলি বড়ভুইয়া, আরপিএফ সাব-ইন্সপেক্টর মিথিলেশ কুমার ও পুরকর্মী ফখরুল আলম বড়ভুইয়া, ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস এবং ডিএসএ-র সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত শিশুতোষ বসাককে এ দিন সম্মানিত করা হয়।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উদয়ের পথে এনজিও-র পক্ষে উপস্থিত ছিলেন অমিতাভ দে, অপু দাস, সুমন দেব, সুমনা দাস, শিপ্রা চক্রবর্তী, অমিত অধিকারী, নিরূপম দে, মমি দেবদত্ত রায়, পিংকি দাস ও সৌমিত্র চক্রবর্তী।
থা
English text here
English text here
অসংখ্য ধন্যবাদ Way2barak নিউজ পোর্টাল। আমরা আগামীতেও এই ধরনের আরও প্রচেষ্টা চালিয়ে যাব। যাতে এইসব মানুষেরাও আমাদের সমাজে ওদের প্রাপ্য সম্মান পেতে পারে।