Barak Updates
বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ, বিশুদ্ধ জল না মিললে মামলার হুমকি
২৯ সেপ্টেম্বরঃ শিলচরের চিত্তরঞ্জন অ্যাভেন্যু ( ন্যাশনাল হাইওয়ে ) অঞ্চলে আরবান ওয়াটার সাপ্লাই ও স্যুয়ারেজ বোর্ডের খামখেয়ালিতে মূল পাইপলাইনের নানা স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে সমস্ত নোংরা পানীয় জলের সঙ্গে মিশে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে। অথচ জলের বিল প্রতি মাসে ন্যূনতম ৩০০ টাকা আদায় করা হচ্ছে। বারবার লিখিত আবেদন সত্বেও ফাটা- ভাঙা পানীয় জলের পাইপ মেরামত করছে না বোর্ড। বিভাগীয় ঊর্ধতন কর্তৃপক্ষ এবং কাছাড়ের জেলাশাসককে নালিশ করেও লাভ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তাই এ বার আবেদন-নিবেদন না করে সোজা হুঁশিয়ারিমূলক চিঠি দিল সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ। শনিবার পাঁচদিনের সময় দিয়ে বোর্ডের অফিসে নোটিশ পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে তাদের বিশুদ্ধ জলের দাবি মেটানো না হলে তাঁরা আইনের আশ্রয় নেবেন জানিয়ে দিয়েছেন।
আবেদনকারীদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অজয় কুমার দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার পূর্ণেন্দু শেখর ভট্টাচার্য্য , কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক এম এম দাস প্রমুখ। তাঁরা বলেন, যখন প্রধান মন্ত্রী ‘সাচ ভারত’ এর ডাক দিচ্ছেন, তখন শিলচরে নোংরা জল পরিবেশিত হচ্ছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ইঞ্জিনিয়ার মাসের ২৯ দিন গুয়াহাটিতে থাকেন। অফিসে খোঁজ নিলে বলা হয় ‘ উনি এনআরসি ডিউটিতে আছেন’। কোনও স্মারকপত্র, চিঠি,কিংবা অভিযোগের উত্তর দেন না বলেও জনসাধারণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
নাগরিকদের পক্ষে এই নোটিশে স্বাক্ষর করেছেন ‘সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ’ এর পক্ষে উপসভাপতি নিহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে।